ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

দুর্দান্ত ব্যাটিং করার পরও জাতীয় দলে সুযোগ মিলবে না নাঈম, বিজয়ের জানিয়ে দিলেন নান্নু

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ১৮ ১৯:০৭:৫৮
দুর্দান্ত ব্যাটিং করার পরও জাতীয় দলে সুযোগ মিলবে না নাঈম, বিজয়ের জানিয়ে দিলেন নান্নু

বয়স যেন একটা সংখ্যা মাত্র। 35 পার করা নাঈম ইসলাম অনায়াসে কথাটি বলতে পারেন। চলতি ডিপিএলেই দেখুননা। জাতীয় দলের সাবেক এই মিডিল অর্ডার ব্যাটসম্যান ১০ ম্যাচে ৮৪ গড়ে রান করেছেন ৭৪৯। এমন পারফরম্যান্সের নির্বাচকদের দিয়ে রাখলেন একটা বার্তাও। একই কথা খাটে বিজয়ের ক্ষেত্রেও। সমান ম্যাচে ৭৩ গড়ে বিজয়ের ব্যাট থেকে এসেছে ৮০৫ রান। জাকির, সাইফ, মোসাদ্দেক, অমিত কিংবা মেহেদি মারুফ চলতি ডিপিএলে সবাই ব্যাটে বোয়িছেন রানের ফোয়ারা। কিন্তু সবার গল্প কিংবা লক্ষ্যটা এক নয়। দু'-একটা স্থান ছাড়া টাইগারদের ওয়ানডে স্কোয়াড অনেকটাই চূড়ান্ত। তাইতো ডিপিএলের পারফরমারদের জায়গা মিলতে পারে এ দলে। জুনে ক্যারিবিয়ান সিরিজে জাতীয় দলের সঙ্গে যাবে ’এ’ দলও। তবে সেই স্কোয়াডেও বিবেচনায় আসবে অনেক কিছু।

এই বিষয়ে নান্নু বলেন সামনে একটা ’এ’ টিমের টুর আছে। তো সেখানে দেখবো আমরা। তবে এইটাও দেখতে হবে তারা নিজেদের কতটুকু প্রস্তুত করতে পরেছে। বিকেএসপির উইকেটটা আমরা সবাই জানি তাই বাইরের দেশের উইকেটের সাথে কম্পেয়ার করা যাবে না। ভবিষ্যৎ আমরা যাদের নিয়ে আগাতে পারবে তাদের আমার নেয়ার চেষ্টা করবো।

মৃত্যুঞ্জয় চৌধুরী, কাজী অনিক, শফিকুল, মেহেদী রানা সহ এবার ডিপিএলে তরুন পেসাররা দারুন করছে। কিন্তু তাদের জাতীয় দলে নয় সুযোগ হতে পারে এইচপিতে। এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক নান্নু।

সেই সাথে ইমরুল, সৌম্য, মিঠুন যারা প্রত্যাশা পূরণে ব্যর্থ তাদের আরো একটা সুযোগ দেয়ার পক্ষে প্রধান নির্বাচক নান্নু।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ