ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

ইনজুরি কঠিন পর্যয়ে, সিঙ্গাপুর যাচ্ছেন শরিফুল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ১৮ ২০:০০:৪২
ইনজুরি কঠিন পর্যয়ে, সিঙ্গাপুর যাচ্ছেন শরিফুল

আর অস্ত্রোপচারের জন্য বিসিবি তত্ত্বাবধানে সিঙ্গাপুর পাঠানো হচ্ছে তরুন পেসার শরিফুলকে। ২৫ বা ২৬ এপ্রিল সিঙ্গাপুর যাবেন শরিফুল, সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে চলবে চোট সারানোর কার্যক্রম। এই বিষয়ে শরিফুল বলেন, ‘২৫-২৬ তারিখের দিকে আমরা সিঙ্গাপুর যাব। তারপর সার্জারি হবে। আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠব।’

আর এই অস্ত্রোপচারের কারণে আসন্ন শ্রীলঙ্কা সিরিজে শরিফুলের অংশগ্রহণ প্রায় অনিশ্চিত। তবে শরিফুল খুব তাড়াতাড়ি সেরে উঠতে চান। তিনি বলেন, ‘দেখা যাক, অপারেশনের পর কত সময় লাগে। চেষ্টা থাকবে জলদি সুস্থ হওয়ার। ছন্দ ফিরে পেতে অবশ্যই একটু কষ্ট হবে। তবুও চেষ্টা থাকবে যেন জলদি ছন্দ ফিরিয়ে আনা যায়।’

তবে এর আগে অন্য এক চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজেও খেলতে পারেননি শরিফুল। তবে নিয়তি মেনে নিয়ে হতাশাকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টায় যুব বিশ্বকাপজয়ী এই পেসারের। শরিফুল আরও বলেন, ‘হতাশা লাগেনি এক ক্ষেত্রে। কারণ ইনজুরি বলে কয়ে আসে না। এরচেয়েও বড় কিছু হতে পারত। কিন্তু ছোট ইনজুরি হয়েছে, ঠিক হয়ে যাবে।’

বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী শরিফুলের চোটের বিষয়ে বলেন, ‘শরিফুলের দুইটা সমস্যা আছে, একটা স্পোর্টস রিলেটেড, একটা নন স্পোর্টস রিলেটেড। স্পোর্টস রিলেটেড যে সমস্যার জন্য দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসে, সেই সমস্যাটা এখন অনেকটাই কেটে গেছে। ওর আঙ্কেলের ব্যথা পুরোটাই কেটে গেছে। তবে ওকে আমরা ডিপিএলে অংশগ্রহণ করা থেকে বিরত রেখেছি। যেন ওর পুনর্বাসন প্রক্রিয়াটা ভালো ভাবে সম্ভব নয় এজন্য।’

দেবাশীষ জানালেন, দক্ষিণ আফ্রিকা সিরিজ হাতছাড়া হয়েছিল যে চোটের কারণে, সেটা নিয়ে এখন কোনো দুশ্চিন্তা নেই, ‘স্পোর্টস রিলেটেড যে ইনজুরির জন্য সে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে এসেছিল, সেটা নিয়ে কোনো শঙ্কা এই মুহূর্তে নেই। কিন্তু একটা নন স্পোর্টস রিলেটেড ইনজুরি ওকে অনেক দিন ধরে ভোগাচ্ছে। যেটার একটা সার্জিক্যাল সলিউশন দরকার। এজন্য আমরা এই উইন্ডোটাকে ব্যবহার করতে চাচ্ছি। ওর ছোট সার্জারিটা সম্পূর্ণ করে আমরা যদি তাড়াতাড়ি ফেরত আনতে পারি, তাহলে খুব তাড়াতাড়ি খেলায় ফিরতে পারবে। এই সার্জারিটা আমরা সিঙ্গাপুর করানোর চিন্তা ভাবনা করছি।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ