ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

রোনালদোর পরিবারে নেমে এলো শোকের কালো ছায়া, মারা গেল রোনালদোর স্বপ্ন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ১৯ ০৯:০৮:২১
রোনালদোর পরিবারে নেমে এলো শোকের কালো ছায়া, মারা গেল রোনালদোর স্বপ্ন

সোমবার (১৮ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এ ব্যাপারটি নিশ্চিত করেন খোদ রোনালদো।

রোনালদো বলেন, 'আমরা অনেক দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের (রোনালদো এবং জর্জিনা) যমজ সন্তানের মধ্যে ছেলে সন্তান মারা গেছে। বাবা-মা হিসেবে এটা আমাদের জন্য খুবই কষ্টকর একটি সময়। আমাদের মেয়ে সন্তান সুস্থ আছে এটাই আমাদের আনন্দের ব্যাপার। আমরা সকল চিকিৎসক এবং সেবিকাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। আমরা এই ঘটনায় খুবই শোকাহত। তাই আমরা নিজেদের ব্যক্তিগত তথ্য গোপন রাখার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি।'

মৃত ছেলেকে উদ্দেশ্যে করে রোনালদো লেখেন, 'বেবি তুমি আমাদের অমূল্যরত্ন। আমরা তোমাকে সবসময় ভালোবাসবো।'

গেল অক্টোবরে রোনালদো এবং জর্জিনা ঘোষণা দিয়েছিল তাদের সন্তানের ব্যাপারে। তারা দুইজন যমজ সন্তানের আশা করছিলেন। যার ভেতর একটি ছেলে এবং একটি মেয়ে। তবে সন্তান প্রসবের সময় ডাক্তাররা কেবল মেয়ে সন্তানটিকেই বাঁচাতে পারে।

রোনালদোর এমন দুঃসময়ে সতীর্থ থেকে শুরু করে বর্তমান এবং সাবেক ক্লাবও সমর্থন যুগিয়ে চলেছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ