ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

গরমে রোজা রেখে সেরা ইনিংস খেলেছি, আলহামদুলিল্লাহ : সাব্বির

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ১৯ ১৭:১৩:২১
গরমে রোজা রেখে সেরা ইনিংস খেলেছি, আলহামদুলিল্লাহ : সাব্বির

সোমবার (১৮ এপ্রিল) ম্যাচ শেষে গণমাধ্যমকে সাব্বির বলেন, ‘সম্ভবত এটাই আমার সেরা ইনিংস। অনেক ম্যাচই আছে। আজকের ম্যাচটা এত গরমের মধ্যে রোজা রেখে খেলেছি ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। এটা সেরা ইনিংসগুলোর মধ্যে অন্যতম।’

তিনি আরও বলেন, ‘পরবর্তী লক্ষ্য হল এই পারফরম্যান্স ধরে রাখা। একটা ভালো ইনিংস হয়েছে। আরও দুই-তিনটা হলে আমার জন্য ভালো হবে। দলের জন্য ভালো হবে। এমনকি আমার ভবিষ্যতের জন্যও ভালো হবে।’

ডিপিএলের আগে বিপিএলেও সাব্বিরের সময়টা একদমই ভালো কাটেনি। যদিও টিম কম্বিনেশনের কারণে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। সাব্বিরের বর্তমান লক্ষ্য, ফর্ম ধরে রেখে নিয়মিত ভালো করে যাওয়া।

তিন বছর আগে সর্বশেষ শতক হাঁকানো সাব্বির করোনাকালে ফর্মের দিক থেকে দুঃসময় পার করেছেন। তবে তার আশা, সেই দুঃসময় ইতোমধ্যে কাটিয়ে ওঠা গেছে। এখন প্রত্যেক পর্যায়ের প্রত্যেক ম্যাচকে সমানভাবে গুরুত্ব দিয়ে ঘুরে দাঁড়াতে চান এই তারকা।

সাব্বির বলেন, ‘তিন বছর লম্বা সময় হয়ে গেছে। করোনার সময় বেশি খেলা হয়নি, ভালোও খেলতে পারিনি। যাই হোক এখন ভালো হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমার জীবনে প্রতিটি ম্যাচই বড় ম্যাচ। প্রত্যেক ম্যাচই আমার জন্য গুরুত্বপূর্ণ, আমার জন্য সুযোগ। সবগুলো ম্যাচ ভালো খেলতে পারলে ভবিষ্যৎ ভালো হবে। আর যে পজিশনে রান করব সেটাই আমার জন্য সেরা পজিশন।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ