ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

প্রথম জানাজা হবে মিরপুরে, দাফন করা হবে আজিমপুরে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ১৯ ১৯:৫৯:১৮
প্রথম জানাজা হবে মিরপুরে, দাফন করা হবে আজিমপুরে

মঙ্গলবার হুট করে শারীরিক অবস্থার অবনতি হলে রুবেলকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইউনাইটেড হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই প্রতিবেদন লেখার সময় রুবেলের মরদেহ ইউনাইটেড হাসপাতাল থেকে মিরপুরে আনার প্রক্রিয়া চলমান।

মাত্র ৪০ বছর বয়সে মৃত্যুকে আলিঙ্গন করা এই ক্রিকেটারকে চিরদিনের জন্য সমাহিত করা হবে আজিমপুর কবরস্থানে, জানিয়েছেন তার ঘনিষ্ঠজনরা। তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে মিরপুর স্টেডিয়ামে, রাত ১০টায়।

২০১৯ সালে রুবেলের মস্তিস্কে টিউমার ধরা পড়ে। এরপর সিঙ্গাপুরে চিকিৎসা গ্রহণের পর বেশ খানিকটা সেরে উঠেছিলেন। ক্রিকেটে ফেরারও চেষ্টা করেছিলেন। তবে করোনা মহামারীতে থমকে যায় রুবেলের ক্রিকেটীয় কার্যক্রম। এ সময় আবারও মাথাচাড়া দিয়ে ওঠে টিউমার।

নতুন করে টিউমার ধরা পড়ার পর অবশ হয়ে যায় রুবেলের শরীরের এক পাশ। গত কয়েক মাস তাই হাসপাতালের বিছানায় কাটাতে হয়েছে তাকে। সর্বশেষ গত ১৪ মার্চ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এক সপ্তাহেরও বেশি সময় আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে থেকে চিকিৎসা নেওয়ার পর কেবিনে রাখা হয় তাকে। চিকিৎসা নিয়ে অনেকটা সুস্থ অবস্থায় রুবেল বাসায় ফেরেন ১৫ এপ্রিল।

তবে বাসায় থাকা অবস্থায় হুট করে আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি। টিউমারের জটিল চিকিৎসা কার্যক্রমের কারণে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন তিনি। খাওয়াদাওয়াও ঠিকমত করতে পারছিলেন না। শেষপর্যন্ত হার মানতে হল মৃত্যুর কাছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ