ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

কার্তিককে দেখে আবারও ক্রিকেটে ফেরার ইচ্ছে প্রকাশ করলেন ডি ভিলিয়ার্স

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ১৯ ২২:২২:২৩
কার্তিককে দেখে আবারও ক্রিকেটে ফেরার ইচ্ছে প্রকাশ করলেন ডি ভিলিয়ার্স

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএলে নিয়ম করে ঝড় তুলতে থাকা এই কার্তিককে দেখে আবারও ক্রিকেটে ফিরতে মন চাইছে দক্ষিণ আফ্রিকান সুপারস্টার এবি ডি ভিলিয়ার্সের। আইপিএলের গত আসরেও ব্যাঙ্গালোরের হয়ে খেলেছেন ডি ভিলিয়ার্স। তবে আচমকাই তিনি অবসর নিয়েছেন খেলোয়াড়ি জীবন থেকে, ঠিক যেভাবে হুট করে বিদায় বলেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটকে। বিদায়বেলায় ডি ভিলিয়ার্স জানিয়েছিলেন, অনেক ভেবেচিন্তে, সঠিক সময়েই তিনি অবসর নিচ্ছেন।

অথচ সেই ডি ভিলিয়ার্সেরই যেন একটু আক্ষেপ হচ্ছে কার্তিককে দেখে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে গত দুই মৌসুমে মলিন ছিল কার্তিকের ব্যাট। এর রেষ ধরে এক পর্যায়ে হারান দলটির নেতৃত্ব। ক্রমেই কমছিল কার্তিকের চাহিদা। তবে এবারের নিলামে তার ওপর ভরসা রাখে কোহলির দল ব্যাঙ্গালোর। আর ব্যাঙ্গালোরের জার্সি গায়ে বাজিমাত করেই চলেছেন কার্তিক। ডি ভিলিয়ার্স তার সাবেক দলের হয়ে কার্তিকের এমন ফর্ম দেখে মুগ্ধ।

সাড়ে ৫ কোটি রুপির এই ক্রিকেটারকে নিয়ে এবি ডি ভিলিয়ার্স বলেন, ‘এই মুহূর্তে দীনেশ কার্তিক তার জীবনের সেরা ফর্মে রয়েছে। আরসিবিকে ইতোমধ্যে ২-৩টি ম্যাচ জিতিয়েছে। আমি জানি না ও কীভাবে এই ক্রিকেট খেলছে। কারণ ও সেভাবে খেলার মধ্যে ছিল না। থ্রিসিক্সটি ডিগ্রি ক্রিকেট খেলছে দারুণ ফর্ম নিয়ে।’

কার্তিককে দেখে ডি ভিলিয়ার্সেরও ইচ্ছা হচ্ছে, আবারও যদি ফিরতে পারতেন ক্রিকেটে! তিনি বলেন, ‘ওকে দেখে মনে হচ্ছে আমি আবার ক্রিকেট খেলি। ওর ব্যাটিং আমাকে রোমাঞ্চিত করছে। চাপের মধ্যে মিডল অর্ডারে ব্যাট করছে। কার্তিকের ব্যাটে ভর করে আরসিবি অনেক দূর যাবে। ও অনেক অভিজ্ঞ।’

কার্তিককে নিয়ে নিজের মুগ্ধতার কথা যেন প্রকাশ করেও শেষ করতে পারছেন না ডি ভিলিয়ার্স। তিনি আরও বলেন, ‘আমি কার্তিককে দেখে চমকে গিয়েছি। এমনটা প্রত্যাশাই করিনি। যদিও ও এভাবে ফিরে আসার যোগ্য।শেষবার ওকে দেখেছিলাম ইংল্যান্ডে ধারাভাষ্য দিচ্ছে। তার এভাবে জ্বলে উঠে আমাদের চমকে দিচ্ছে।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ