ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

ব্রেকিং নিউজ: দেশে ফিরলেন সাকিব, শ্রীলঙ্কা সিরিজ নিয়ে জানা গেল চূড়ান্ত সিদ্ধান্ত

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ২০ ১৪:৩৪:৪৪
ব্রেকিং নিউজ: দেশে ফিরলেন সাকিব, শ্রীলঙ্কা সিরিজ নিয়ে জানা গেল চূড়ান্ত সিদ্ধান্ত

বড় মেয়েকে নিয়ে কিছু দিন যুক্তরাষ্ট্রে অবস্থানের পর বুধবার (২০ এপ্রিল) দেশে ফিরেছেন সাকিব। দেশে ফিরেই তিনি অংশ নেবেন ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ পর্বে, যেখানে তিনি খেলবেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে।

যদিও সাকিবকে দলভুক্ত করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব, যারা সুপার সিক্সে উঠতে ব্যর্থ হয়েছে। এবার সাকিব মোহামেডানের হয়ে কোনো ম্যাচ খেলতে পারেননি বলেই অন্য দলের হয়ে খেলার সুযোগ সৃষ্টি হয়েছে। আর শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি হিসেবেই সেই সুযোগ কাজে লাগাতে চেয়েছেন।

বিমানবন্দরে সাকিব বলেন, ‘একদম হঠাৎ করেই সিদ্ধান্ত নেওয়া, এক ঘণ্টার ভেতরে। ভাবলাম যেহেতু খেলার একটা সুযোগ আছে, আর সামনে যেহেতু শ্রীলঙ্কা সিরিজ। এখন কয়েকটা ম্যাচ খেললে ভালো প্রস্তুতি হবে। যেহেতু প্রায় এক মাসের মত হয়ে গেছে ক্রিকেট খেলিনি। এই চার ম্যাচ খেললে খেলার মধ্যে আসার সুযোগ হবে।’

তাহলে সাকিব শ্রীলঙ্কা সিরিজে খেলছেন? অনিশ্চয়তা দূরীকরণের জন্য সাকিবকে এই প্রশ্নটাও করা হল। জবাবে সাকিব বলেন, ‘হ্যাঁ! সন্দেহের অবকাশ ছিল বলে তো মনে হয় না। কোনো ইমারজেন্সি থাকলে সেটা অন্য জিনিস। হ্যাঁ, অবশ্যই খেলব যদি সুস্থ থাকি।’

পরিবারের দুঃসময় কাটিয়ে ওঠে সাকিবের পূর্ণ মনোযোগ এখন ক্রিকেটে। তিনি জানান, ‘এখন অবশ্যই একটু ভালো বোধ করছি। ক্রিকেটে এখন মনোযোগ রাখতে চাচ্ছি। চেষ্টা থাকবে সব ম্যাচ যেন খেলতে পারি।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ