ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

বিদায় বলে দিয়েছেন পোলার্ড, বিশ্বাস হচ্ছে না গেইলের

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ২১ ১১:৪৩:৪৫
বিদায় বলে দিয়েছেন পোলার্ড, বিশ্বাস হচ্ছে না গেইলের

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পোলার্ডের দাপট আগের মত থাকলেও গেইল সেদিক থেকে একটু ম্লান হয়ে পড়েছেন। জাতীয় দলেও গেইল এখন ব্রাত্য, তবে পোলার্ড অবসরের আগপর্যন্ত সামলেছেন গোটা দলটাকেই। গেইল এখনও অবসরের কোনো ঘোষণা না দিলেও পোলার্ড জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না আর।

বিষয়টি অবাক করেছে গেইলকে। এই টুইট বার্তায় পোলার্ডের উদ্দেশে তিনি লিখেছেন, ‘পোলার্ড, আমার আগে তুমি অবসর নিয়ে ফেলেছো এটা বিশ্বাস করতে পারছি না। যাই হোক, আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য তোমাকে অভিনন্দন। তোমার সাথে খেলা দারুণ ছিল। তোমার পরের অধ্যায়ের জন্য শুভকামনা।’

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১২৩টি ওয়ানডে ও ১০১টি টি-টোয়েন্টি খেলেছেন পোলার্ড। ওয়ানডেতে ২৭০৬ রান ও ৫৫ উইকেট এবং টি-টোয়েন্টিতে ১৫৬৯ রান ও ৪২ উইকেট আছে তার দখলে। ক্যারিবীয় ক্রিকেটাররা যখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মোহে জাতীয় দলকে কম গুরুত্ব দিচ্ছিলেন, তখন তিনি দারুণ দক্ষতার সাথে সামলেছেন জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দুটোই। যার কারণে তাকে দলের অধিনায়ক করে বোর্ড।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ