ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

কারও বিয়ের মাসতো আবার কারও সর্বনাশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ২১ ১২:১৪:৩৮
কারও বিয়ের মাসতো আবার কারও সর্বনাশ

কনওয়ে বিয়ে করতে গেলে সর্বনাশই হবে চেন্নাইয়ের। কিন্তু তাঁকে কি বলা যায়-বিয়েটা এখনই কোরো না, আইপিএলটা শেষ হোক! চেন্নাই মুখ বুজেই মেনে নিচ্ছে কনওয়ের বিয়ে উপলক্ষে দেশে ফেরাটা। কিন্তু তাদের মাথায় এও আছে, কনওয়ে দেশে ফিরে গেলে তাদের কী কী সমস্যার মধ্যে পড়তে হবে। যদিও নিউজিল্যান্ড তারকা চেন্নাইকে আশ্বস্ত করেছেন তিনি ২৪ এপ্রিল দলের সঙ্গে যোগ দেবেন। কিন্তু করোনার কারণে নিভৃত বাস তো তাঁকে করতেই হবে। বিয়ে করতে দেশে যাওয়া মানেই তো জৈব সুরক্ষাবলয় ভাঙা।

বুকে পাথর বেঁধেই চেন্নাই তামিল স্টাইলে কনওয়ের জন্য প্রি-ওয়েডিং পার্টির ব্যবস্থা করেছিল। সেখানে হবু বর সেজেছিলেন দক্ষিণী সাজে। কিন্তু ভেতরে ভেতরে উদ্বেগ ঠিকই হচ্ছে চেন্নাই কর্তাদের। এমনিতেই দলের অবস্থা খুব একটা সুবিধার নয়, তার ওপর কনওয়ের মতো ক্রিকেটারকে কিছুদিন না পাওয়া। যদিও তিনি এখনো পর্যন্ত চেন্নাইয়ের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছেন এবং সেই ম্যাচে তেমন কিছু করতেও পারেননি। এরপরও এই কিউই তারকা যে মানের ক্রিকেটার, তাঁকে কিছু দিনের জন্য না পাওয়াটাই তো বড় সমস্যা।

এবারের আইপিএলে চেন্নাই ৬ ম্যাচ খেলে পাঁচটিতেই হেরেছে। আজ বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে খেলা তাদের। মুম্বাইও আইপিএলে এখনো পর্যন্ত আরেক ‘বাজে দল’। তারাও হেরেছে এখনো পর্যন্ত খেলা প্রতিটি ম্যাচই। চেন্নাই সবশেষ ম্যাচে গুজরাট টাইটানসের বিপক্ষে জেতা ম্যাচ হেরেছে। তাদের ১৬৯ রানের জবাবে গুজরাট এক পর্যায়ে ৮৭ রানে ৫ উইকেট হারিয়ে বসেছিল। কিন্তু গুজরাটের ডেভিড মিলারের ৯৪ রানের ইনিংস আর রশিদ খানের ২১ বলে ৪০ রানে হারা ম্যাচ জিতে যায় গুজরাট।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ