ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

শ্রীলঙ্কার সিরিজে মাঠে নামার আগে আরেক পেসার হারানেরা শঙ্কায় বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ২১ ১৬:১৮:৫৭
শ্রীলঙ্কার সিরিজে মাঠে নামার আগে আরেক পেসার হারানেরা শঙ্কায় বাংলাদেশ

দুর্দান্ত শুরুর পর দ্বিতীয় ম্যাচে নেমেই বাঁধালেন চোট। মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে রুপজঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নেমে ফিল্ডিং করতে গিয়ে ফেটে গেছে হাতের তালু।

নিজের অষ্টম ওভার বোলিং করতে এসে প্রথম বলটা নাসুম আহমেদ মারতে গেলে নিজেই ফিল্ডিং করেন। সোজা বল হাতে লেগে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় এবাদতকে। বল লেগে তালু ফেটে যাওয়ায় বাকি পাঁচ বল করেন জিয়াউর রহমান।

এবাদতের চোট নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘এবাদতের ডান হাতের দুই আঙুলের মাঝে ফেটে গেছে। তাকে এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়েছে। ডাক্তার দেখার পর কয়টা সেলাই লাগবে সেটা জানাবে। তার ওপর নির্ভর করবে কবে মাঠে ফিরতে পারবে। আপাতত এক সপ্তাহ সময় লাগতে পারে। শ্রীলঙ্কা সিরিজ নিয়ে সমস্যা হওয়ার কথা না।’

দুটি টেস্ট খেলতে আগামী ৮ মে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। এই সিরিজে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম থাকছেন না সেটা আগেই জানানো হয়েছে। এবার এবাদত যদি সময় মতো না ফিরতে পারেন দলে তাতে বিপদেই পড়তে হবে দলকে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ