ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

ধোনিকে সার্টিফিকেট দিলেন জাদেজা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ২২ ১১:২৭:৩৬
ধোনিকে সার্টিফিকেট দিলেন জাদেজা

বয়স এখনও যে তাঁর কাছে একটা সংখ্যা মাত্র, তা বারবার প্রমাণ করে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের অন্যতম সফল অধিনায়ক ব্যাট হাতে যে এখনও ক্রিকেট বিশ্বের সেরা ফিনিশারদের অন্যতম, তা ফের তুলে ধরলেন তিনি ।

বৃহস্পতিবার রাতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে চেন্নাই সুপার কিংসকে এক অবিশ্বাস্য জয় উপহার দিলেন। শেষ চার বলে ১৬ রান করে খাদের কিনারা থেকে টেনে তুলে জয়ের রাস্তায় নিয়ে এলেন ধোনি। তাঁর ব্যাটিং, ক্রিজে উপস্থিতি দলকে এতটাই আশ্বস্ত করে যে অধিনায়ক রবীন্দ্র জাদেজাও স্বীকার করে নিলেন, তাঁরা জানতেন যে বিশ্বের সেরা ফিনিশার শেষ বল পর্যন্ত খেললে ম্যাচ তাঁরাই জিতবেন।

ম্যাচ শেষে রবীন্দ্র জাদেজা জানিয়েছেন, 'সত্যি বলতে আমরা খুব টেনশনে ছিলাম। যেভাবে ম্যাচ গড়াচ্ছিল, তাতে টেনশন বাড়ছিল। একটা সময় পর্যন্ত আমরা এটা ভেবে নিশ্চিত ছিলাম যে খেলাটার সেরা ফিনিশার ক্রিজে রয়েছেন। যদি ও (ধোনি) ম্যাচের শেষ বল পর্যন্ত খেলে, তাহলে আমরা জানতাম যে আমরা ম্যাচটা জিততে পারব। সারা বিশ্বকে ও দেখিয়ে দিয়েছে এখনও ফুরিয়ে যায়নি। এখনও খেলা শেষ করার ক্ষমতা ধরে ও। '

এর পাশাপাশি দলের অপর দুই অভিজ্ঞ ক্রিকেটার আম্বাতি রায়াডু এবং ডোয়েন ব্র্যাভোর বিষয়ে জাদেজা বলেছেন, ‘আমাদের দলে প্রচুর অভিজ্ঞতা রয়েছে। যাকে বলে অভিজ্ঞতার ভাণ্ডার। ওরা জানে, কখন পারফরম্যান্সটা করতে হবে। কোন পরিস্থিতিতে কী করতে হবে।ফলে আমরা ম্যাচ না জিতলেও ধীরস্থির এবং রিল্যাক্স থাকতে পারি।’ সঙ্গে বলেন, 'ফিল্ডিং নিয়ে একটুও গড়িমসি আমরা করি না। আমাদেরকে অনেক জায়গায় ফিল্ডিংয়ে কাজ করতে হবে। ক্যাচগুলো ঠিক করে ধরতে হবে। প্রতি ম্যাচে আমরা এইভাবে ক্যাচ ফেলতে পারব না।'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ