ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

বিশ্বকাপ দলে চাহাল-কুলদীপ জায়গা পাবে কিনা জানিয়ে দিলেন আকাশ চোপড়া

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ২২ ১৯:৫১:৪৮
বিশ্বকাপ দলে চাহাল-কুলদীপ জায়গা পাবে কিনা জানিয়ে দিলেন আকাশ চোপড়া

আর আসর জুড়ে ১৩ উইকেট নিয়ে দিল্লি ক্যাপিটালসের অন্যতম সফল বোলার কুলদীপ। এমন পারফরম্যান্সের পরও দুজনকে একসঙ্গে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে না বলে মনে করেন জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া।

সাবেক এই ভারতীয় ব্যাটার মনে করেন অস্ট্রেলিয়ার মাটিতে স্পিনারদের চেয়ে পেসাররা বেশি প্রাধান্য পাবেন বলেও মনে করেন তিনি। এ ক্ষেত্রে ব্যাট হাতেও পারফর্ম করতে পারায় রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের বিশ্বকাপে খেলা প্রায় নিশ্চিত বলেই মনে করেন আকাশ।

তিনি বলেন, 'কার্যত জাদেজা বিশ্বকাপে খেলবে। সে ব্যাট করতে পারে, বল করতে পারে এবং দারুণ ফিল্ডার। ভারত ওয়াশিংটন সুন্দরকেও খেলাবে। সে অব ব্রেক বল করতে পারে এবং ব্যাটও করতে পারে। বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়ায় তাই তিন স্পিনার খেলানোর সুযোগ নেই একাদশে। আমার মনে হয় না কুলদীপ-চাহাল একসঙ্গে বিশ্বকাপে খেলবে।'

দীর্ঘদিন ধরেই ভারতীয় দলের বাইরে কুলদীপ ও চাহাল। এই দুজনে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারেননি। বিশ্বকাপে সুযোগ না পেলেও দ্রুতই তারা ভারতীয় দলের ফিরবেন বলে বিশ্বাস আকাশের। দুজনই নিজেদের যোগ্যতা প্রমাণের জন্য পর্যাপ্ত সুযোগ পাননি বলেও অভিযোগ করেছেন আকাশ।

জনপ্রিয় এই ধারাভাষ্যকার বলেন, 'দুজনই উইকেট টেকার এবং বর্তমানেও তারা দারুণ ফর্মে হয়েছে। আমার মনে হয় তাদের সঙ্গে অন্যায় হয়েছে। তারা নিজেদের যোগ্যতা প্রমাণের জন্য পর্যাপ্ত সুযোগ পায়নি।'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ