ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

ভারতের পরবর্তি অধিনায়ক হার্দিক

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ২৩ ০৯:৫৯:৫৮
ভারতের পরবর্তি অধিনায়ক হার্দিক

নেতৃত্বের পাশাপাশি ব্যাটে-বলেও উজ্জ্বল হার্দিক। ৫ ম্যাচে ২ হাফ সেঞ্চুরিতে ৭৬ গড়ে করেছেন ২২৮ রান। একই সঙ্গে ৭.৫৭ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট। যাকে বলে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। নিজের ইউটিউব চ্যানেলে হার্দিককে ২০২২ আইপিএলের সেরা অধিনায়ক বলেছেন হগ।

অস্ট্রেলিয়ার সাবেক এই চায়নাম্যান বোলার বলেন, 'দলের বোলিং আক্রমণ যদি দারুণ হয়, আপনার দল শীর্ষে উঠবে। গুজরাটকে সে (হার্দিক) ভালোভাবে নেতৃত্ব দিচ্ছে। আমার মতে, এবারের আইপিএলের সেরা অধিনায়ক।'

খুব শিগগিরই হার্দিককে ভারতীয় দলের অধিনায়ক হিসেবেও দেখছেন হগ। তিনি বলেন, 'যদি সে (হার্দিক) ভারতীয় দলকে সাদা বলের ক্রিকেটে নেতৃত্বে দেয়, তাহলে আমি অবাক হবো না। সে নেতা। চাপের মুহুর্তে সে ভালো খেলে।'

দলে সেরা বোলার থাকা স্বত্ত্বেও শুরুর দিকে হার্দিক নিজে বোলিংয়ে আসেন। দলকে ব্রেক থ্রুও এনে দিচ্ছেন নিয়মিতই। ভারতীয় অলরাউন্ডারের এই সাহসিকতার প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার।

হগ বলেন বলেন, 'ম্যাচ যখন ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকে, তখন সে (হার্দিক) প্রতিপক্ষের সেরা ব্যাটারের বিপক্ষে বোলিংয়ে আসে। এমনকি মোহাম্মদ শামি, লকি ফার্গুসন, আলজারি জোসেফ, ইয়াশ দয়ালের মতো সেরা বোলারদের হাতে বল তুলে দেয় না।'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ