ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

দিল্লিকে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলে এক নম্বরে রাজস্থান, দেখেনিন আইপিএলের সর্বশেষ পয়েন্ট টেবিল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ২৩ ১০:৩৮:৩৫
দিল্লিকে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলে এক নম্বরে রাজস্থান, দেখেনিন আইপিএলের সর্বশেষ পয়েন্ট টেবিল

আপাতত ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের এক নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে গুজরাট টাইটানস। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে আরসিবি। তিন দলেরই পয়েন্ট সংখ্যা সমান হলেও নেট রান-রেটের নিরিখে ক্রমতালিকায় অবস্থান নির্ধারিত হয় তাদের।

আপাতত ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চার নম্বরে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। সানরাইজার্স হায়দরাবাদ লখনউয়ের থেকে ১ ম্যাচ কম খেলে ৮ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে নেট রান-রেটে পিছিয়ে থাকার জন্যই তারা অবস্থান করছে পাঁচ নম্বরে।

ম্যাচ হারলেও পয়েন্ট টেবিলে অবস্থান বদল হয়নি দিল্লি ক্যাপিটালসের। তারা ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে। কলকাতা রয়েছে দিল্লির ঠিক পিছনে সাত নম্বরে। তাদের সংগ্রহে রয়েছে ৭ ম্যাচে ৬ পয়েন্ট। লিগ টেবিলের ৮ ও ৯ নম্বরে রয়েছে যথাক্রমে পঞ্জাব কিংস ও চেন্নাই সুপার কিংস। একেবারে শেষে ১০ নম্বরে অবস্থান করছে মুম্বই ইন্ডিয়ান্স।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ