ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

‘ধোনি হতে যাস তো মাঠে চলে যা’, মুহূর্তেই ভাইরাল ওয়াটসন-পান্টের ছবি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ২৩ ১২:১৪:২৬
‘ধোনি হতে যাস তো মাঠে চলে যা’, মুহূর্তেই ভাইরাল ওয়াটসন-পান্টের ছবি

সেভাবেই দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ শেন ওয়াটসন এবং অধিনায়ক রিষভ পান্টের একটি ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিতে দেখা গিয়েছে, পান্ট মাথা নীচু করে আছেন। ওয়াটসন মাঠের দিকে হাত দেখিয়ে কিছু একটা বলছেন। কী বলছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা, তা নিয়ে নেটিজেনদের চিন্তাভাবনা অন্য পর্যায়ে পৌঁছে যায়।

এক নেটিজেন সেই ছবি পোস্ট করে লেখেন, ‘(পান্টকে ওয়াটসন বলছেন যে) ধোনি হতে যাস তো মাঠে চলে যা।’

অপর এক নেটিজেন বলেন, ‘রিষভ পান্ট দলকে ফিরিয়ে নিচ্ছেন দেখে শেন ওয়াটসন বলছেন বাচ্চা নাকি?’ অপর একজনের বক্তব্য, ‘ওয়াটসন বলছেন যে এবার আম্পায়ারিংও করে নে।’

আসলে কি ঘটেছিল মাঠে-

শুক্রবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২২৩ রান তাড়া করতে নেমে শেষ ওভারে জয়ের জন্য ৩৬ রান প্রয়োজন ছিল দিল্লির। প্রথম তিনটি বলে ছক্কা মারেন রোভম্যান পাওয়েল। কিন্তু তৃতীয় বলটি কোমরের উপর হয়েছে কিনা, তা নিয়ে বিতর্ক শুরু হয়। অনফিল্ড আম্পায়াররা নো বল দেননি। তৃতীয় আম্পায়ারের কাছে বিবেচনার জন্য পাঠানো হয়নি। তা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়।

ব্যাটার পাওয়েল প্রথমে আম্পায়ার নীতিন মেননের সঙ্গে তর্ক জুড়ে দেন। তারইমধ্যে ক্রিজে থাকা পাওয়েলদের মাঠ থেকে বেরিয়ে আসার ইঙ্গিত করতে থাকেন দিল্লি অধিনায়ক পান্ট। সেইসময় দিল্লি অধিনায়কের কাছে চলে আসেন ওয়াটসন। দু’জনকে কিছু কথা বলতে দেখা যায়। তাতেও পরিস্থিতি শান্ত হয়নি। পান্টের সঙ্গে কথা বলে মাঠে নেমে আসেন দিল্লির কোচ প্রবীণ আমরে।

উল্লেখ্য, ২০১৯ সালে এই রাজস্থানের বিরুদ্ধেই নো বল বিতর্কে মাঠে ঢুকে এসেছিলেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কোমরের উপর বল ছিল কিনা, তা নিয়েই বিতর্ক হয়েছিল। সেই ঘটনা নিয়েও তুমুল শোরগোল পড়েছিল।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ