ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

তিনি জাতীয় দলের চেয়ে আইপিএলে ভালো ব্যাটিং করেন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ২৩ ১৯:৫৯:১৮
তিনি জাতীয় দলের চেয়ে আইপিএলে ভালো ব্যাটিং করেন

চলতি আইপিএলে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করে হৈচৈ ফেলে দিয়েছিলেন অজি পেসার প্যাট কামিন্স। তার একটা নতুন নামও হয়ে গেছে। গতিময় পেসার হিসেবে খ্যাত কামিন্স যে এমন ব্যাটিং করতে পারেন, সেটা নাকি কারো জানাই ছিল না।

কলকাতা নাইট রাইডার্সে কামিন্সের সতীর্থ তার স্বদেশি অ্যারন ফিঞ্চও এমনটাই মনে করছেন। তবে জাতীয় দলের সতীর্থকে একটু খোঁচা মারতে ছাড়েননি ফিঞ্চ। তিনি বলেছেন, জাতীয় দলের চেয়ে আইপিএলে ব্যাটিংটা নাকি ভালো করেন কামিন্স! সে কারণে কামিন্সের নামই বদলে দিয়েছেন তার অজি সতীর্থরা।

এ কারণে তাকে ডাকা হয় ‘আইপিএল প্যাট’ নামে! পরিসংখ্যানও কিন্তু ফিঞ্চের পক্ষেই কথা বলছে। অস্ট্রেলিয়ার হয়ে এ পর্যন্ত ৩৯টি টি-টোয়েন্টিতে কামিন্সের ব্যক্তিগত সর্বোচ্চ ১৩ রান! অথচ চলতি আসর নিয়ে টানা তিন আইপিএলে তিনি একটি করে ফিফটি উপহার দিয়েছেন।

স্ট্রাইকরেটও দুর্দান্ত—২০২০ আইপিএলে ১২৮.০৭, ২০২১ সালে ১৬৬.০৭ আর চলতি আসরে এখন পর্যন্ত ২৮৬.৩৬! গত ৬ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে তিনি ৪ চার, ৬ ছক্কার অবিশ্বাস্য ব্যাটিংয়ে মাত্র ১৫ বলে উপহার দেন ৫৬ রানের বিধ্বংসী ইনিংস।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ