ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

কিষাণের প্রতি রানের যত খরচ করছে মুম্বাই ইন্ডিয়ান্স

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ২৫ ০৯:১২:৪৪
কিষাণের প্রতি রানের যত খরচ করছে মুম্বাই ইন্ডিয়ান্স

কিষাণের দল মুম্বাই ইন্ডিয়ান্স এবারের আসরে ৮ ম্যাচ খেলে সবগুলো ম্যাচে হেরেছে। এতে দায় আছে কিষাণেরও। প্রথম দুই ম্যাচে রানের দেখা পেলেও পরের ৬টি ম্যাচে দৃষ্টিকটু পারফরম্যান্স তার। বড় ইনিংস খেলা দূরে থাক, বলের সাথে পাল্লা দিয়ে রান তুলতেই হিমশিম খাচ্ছেন বিহারের এই ক্রিকেটার।

এতে মুম্বাইয়ের সমর্থকরা হয়ে উঠেছেন ত্যক্ত-বিরক্ত। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে কিষাণকে ধুয়ে দিচ্ছেন তারা। এক দল রসিক সমর্থক আবার হিসেব কষছেন, একেকটি রান করতে কিষাণ কত টাকা পারিশ্রমিক পাবেন!

সব মিলিয়ে ফর্ম হারিয়ে ভক্ত-সমর্থকদের তোপের পড়তে হয়েছে ভারতের হয়ে তিনটি ওয়ানডে ও দশটি টি-টোয়েন্টি খেলা এই ওপেনারকে। একনজরে দেখে নিন উল্লেখযোগ্য কিছু টুইটার প্রতিক্রিয়া।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ