ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসকে পাল্টে দিয়ে নতুন ইতিহাস লিখলেন বিজয়

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ২৬ ১৪:৪৫:১৪
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসকে পাল্টে দিয়ে নতুন ইতিহাস লিখলেন বিজয়

রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে আগে ফিল্ডিং করতে নেমে রুবেল ও করিমের বোলিংয়ে ২২৯ রানেই বেঁধে দেয় তাঁদের। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা ধীরগতির করলেও ধীরে ধীরে আগ্রাসী হতে থাকেন বিজয়।

২৬ বলে ২৭ রান করার পর মহিউদ্দিনের ওভারেই দশ রান তোলেন তিনি। শরিফুল্লাহর ওভারেও দশ রান নেন তিনি। ১২তম ওভারে নাহিদের প্রথম বলে ফাইন লেগে ছয় মেরে ৩৮ বলেই ফিফটি তুলে নেন বিজয়।

হাজার রানের ক্লাবে ঢুকতে বিজয়ের প্রয়োজন ছিল আরও ৩০ রান। ধীরে ধীরে সেটির দিকেই যান এ উদ্বোধনী ব্যাটার। অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্তটি আসে ১৮তম ওভারের শেষ বলে। নাহিদ হাসানের করা বলটি কাভারে ঠেলে দিয়ে এক রান নিলেই প্রথম বাংলাদেশি হিসেবে ডিপিএলের এক মৌসুমে এক হাজার রান করার রেকর্ড গড়েন বিজয়।

এক হাজার রানের মাইলফলক স্পর্শ করার পরপরই ব্যাট তুলে উদযাপন করেন বিজয়। সেই সঙ্গে শুভেচ্ছা পান ওয়ানডে দলের অধিনায়ক তামিমসহ তাঁর দলের সতীর্থদের। এমনকি তাঁকে অভিনন্দন জানান প্রতিপক্ষ দলের সতীর্থরাও। এই রিপোর্ট লেখা অব্দি ৬০ বলে ৭১ রান করে অপরাজিত রয়েছেন বিজয়।

উল্লেখ্য, ২০১৮-১৯ মৌসুমে প্রাইম দোলেশ্বরের হয়ে ৮১৪ রান করেছিলেন সাইফ হাসান। সাইফ ও বিজয়ের পরেই রয়েছেন আরেক ওপেনার নাঈম শেখ। ২০১৮-১৯ মৌসুমে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ৮০৭ রান করেন নাঈম।

একই মৌসুমে চতুর্থ সর্বোচ্চ ৭৮১ রান করেন রকিবুল হাসান। এই তলিকায় রয়েছেন আরেক ওপেনার লিটন দাস। ২০১৭ মৌসুমে আবাহনী লিমিটেডের হয়ে ৭৫২ রান করেন লিটন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ