ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

রাজস্থানের বিপক্ষে ম্যাচ হেরে সরাসরি যে বিষটাকে দায়ি করলেন ডু'প্লেসি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ২৭ ১১:১৪:১৩
রাজস্থানের বিপক্ষে ম্যাচ হেরে সরাসরি যে বিষটাকে দায়ি করলেন ডু'প্লেসি

স্বাভাবিকভাবেই ম্যাচের শেষে আরসিবি দলনায়ক সরাসরি আঙুল তুললেন ব্যাটসম্যানদের দিকেই। আরও স্পষ্ট করে বললে বলতে হয় যে, টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতাকেই কার্যত ম্যাচ হারের জন্য দায়ি করলেন ডু'প্লেসি। এটা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই যে, বিরাট কোহলিও সেই টপ অর্ডার ব্যাটসম্যানদের দলেই পড়েন।

লাইনআপের একেবারে উপরে তুলে নিয়ে আসে এটা স্পষ্ট করে দেন ফ্যাফ। তবে শুরুতেই পরপর উইকেট হারালে খুব বেশিদূর এগনো যায় না বলেও মন্তব্য করেন আরসিবি দলনায়ক। সুতরাং, প্রকারান্তরে কোহলির ব্যর্থতার দিকেও উঠল আঙুল।

ডু'প্লেসি বলেন, ‘এই ম্যাচটাও কার্যত আগের ম্যাচের মতোই ছিল। শুরুর ওভারগুলিতেই যদি গোড়ায় সজোরে আঘাত লাগে, তবে বেশিদূত যাওয়া কঠিন। ক্যাচ মিসের মাশুল দিতে হয়েছে আমাদের। টপ অর্ডারের সমস্যা মেটাতেই হবে আমাদের। প্রথম চারজন ব্যাটসম্য়ানের কোনও একজনকে ইনিংস টেনে নিয়ে যেতে হবে, যেটা করে দেখাতে আমরা ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছি। এই ম্যাচে আমরা ব্যাটিং অর্ডারে বদল করি। মনে হয়েছিল ওরা ইতিবাচক খেলার চেষ্টা করতে পারে।'

কোহলির ধারাবাহিক ব্যর্থতা প্রসঙ্গে ডু'প্লেসি বলেন, ‘বড় খেলোয়াড়রা সবাইই এমন পর্যায়ের মধ্যে দিয়ে গিয়েছেন। আমরা চেয়েছিলাম ওকে সরাসরি মাঠে নামিয়ে দিতে, যাতে সাইডলাইনে বসে ম্যাচ নিয়ে বেশি ভাবতে না পারে। এটা সবটাই আত্মবিশ্বাসের খেলা।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ