ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

আইপিএল কেন পুরো ক্রিকেট ইতিহাসে কখনও ঘটেনি এমন ঘটনা ঘটে গেলো ভিডিও ভাইরাল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ২৭ ১৬:১৫:৪৫
আইপিএল কেন পুরো ক্রিকেট ইতিহাসে কখনও ঘটেনি এমন ঘটনা ঘটে গেলো ভিডিও ভাইরাল

বলা ভাল দুবার করে টস করতে হল আরসিবির দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসিকে। এদিন পুনের এমসিএ স্টেডিয়ামে ব্রডকাস্টারদের অনিচ্ছাকৃত ভুলে বাধা দিয়ে বসেন। প্রাক্তন ইংল্যান্ড ওপেনার নিক নাইট যখন ব্রডকাস্টারদের হয়ে দুই অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসি এবং সঞ্জু স্যামসনের পরিচয়পর্ব সারছিলেন সেই সময়তেই হঠাৎ করেই টসের কয়েন স্পিন করে বসেন ফ্যাফ।

সঙ্গে সঙ্গে নিক, ফ্যাফকে দাড়িয়ে যেতে বলেন। সেই সময় তিনি স্পিন করা কয়েনটা লুফে নিয়ে ফের স্পিন করেন। তবে এই দুবার করে টস করাতে ফ্যাফ ডু’প্লেসির আপত্তি যে থাকার কথা নয় তা মনে করছেন নেটিজেনরা। কারণ টস শেষ পর্যন্ত ফ্যাফ ডু’প্লেসিই জিতেছেন।

ভাইরাল হওয়া সেই ভিডিও ক্লিপে নিক নাইটকে বলতে শোনা যায় ‘হ্যাঙ্গ অন, হ্যাঙ্গ অন ফ্যাফ… হ্যাঙ্গ অন (ধৈর্য্য ধর ফ্যাফ)… গুড ক্যাচ। ফ্যাফ ডু’প্লেসি, সঞ্জু স্যামসন দেখ তোমারা দুজনেই দায়িত্বে রয়েছ। চল আমরা টস করি। দ্বিতীয়বার… গো অন ফ্যাফ। দেয়ার ইউ গো…সি। জানতাম তুমিই ফের টসটা জিতবে (হাসি)।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ