ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

ম্যানচেস্টার সিটি নাকি রিয়াল মাদ্রিদ কারা উঠছে ফাইনালে, দেখেনিন দুই দলের সমীকরণ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ২৭ ২১:০৪:০৬
ম্যানচেস্টার সিটি নাকি রিয়াল মাদ্রিদ কারা উঠছে ফাইনালে, দেখেনিন দুই দলের সমীকরণ

এরপর কোয়ার্টারেও আরেক ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব চেলসির সঙ্গে প্রায় একই পরিস্থিতির মুখোমুখি হয়। প্রথম ম্যাচে বেনজেমার হ্যাটট্রিকে ৩-১ ব্যবধানে জিতলেও ফিরতি লেগের ম্যাচে রিয়ালের মাঠে প্রায় অসাধ্য সাধন করেই ফেলছিল ব্লুজরা। ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল তারা।

শেষ দিকে এসে ২ গোল দিয়ে নিজেদের রক্ষা করে রিয়াল এবং সেমিতে উঠে যায়। সেমিতেও আরেক ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির মুখোমুখি হলো রিয়াল। এই পর্বের প্রথম ম্যাচেই হোঁচট খেলো লিয়াল।

৪-৩ গোলে হারলেও করিম বেনজেমা ঘোষণা দিয়েছেন, ম্যাজিক দেখিয়ে তারা ফাইনালে উঠবে। তাহলে কী সেই ম্যাজিক? ঘরের মাঠে কী ম্যাজিক দেখাবে রিয়াল? যদিও আগের মত এখন আর অ্যাওয়ে গোলের কোনো নিয়ম নেই। বাতিল করা হয়েছে। না হয়, সিটির মাঠে ৩ গোল দেয়ার সুবিধাটা বেশ ভালোই কাজে লাগাতে পারতো রিয়াল।

ঘরের মাঠে সিটির বিপক্ষে অন্তত ২ গোলের ব্যবধানে জিততে হবে রিয়াল মাদ্রিদকে। ১ গোলের ব্যবধান হলেও ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে, তাতে না হলে হবে টাইব্রেকার। ২ গোলের ব্যবধানে রিয়াল জিততে পারলে, তবেই তারা গোল ব্যবধানে এগিয়ে থাকার সুবিধা পাবে এবং ফাইনালে উঠতে পারবে।

তবে, ম্যাচ যদি ড্র হয় তাহলে, সেটা যে কোনো ব্যবধানেই হোক ম্যানসিটিই উঠে যাবে ফাইনালে। রিয়াল ২-১ ব্যবধানে জিতলেও ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে।

তবে যাই হোক, আপাতত হারলেও ম্যানসিটিকে হুমকি দিয়ে রেখেছেন রিয়ালের করিম বেনজেমা। তিনি বলে দিয়েছেন, ফিরতি লেগে জাদু দেখাবে রিয়াল মাদ্রিদ এবং ফাইনালে যাবে তারাই।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ