ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

বিশ্বরেকর্ড: ১৯৯১ সালের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ে লিগ শেষ করলেন বিজয়

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ২৮ ১৪:১১:৩৮
বিশ্বরেকর্ড: ১৯৯১ সালের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ে লিগ শেষ করলেন বিজয়

কোনো নির্দিষ্ট লিস্ট ‘এ’ টুর্নামেন্ট কিংবা লিগে এর আগে সর্বোচ্চ ৯৭১ রানের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার টম মুডির। ১৯৯১ সালে এই রেকর্ড গড়েছিলেন তিনি।

সে সঙ্গে বাংলাদেশের লিস্ট ‘এ’ টুর্নামেন্টে গত বছর সাইফ হাসানের গড়া ৮১৪ রানের রেকর্ডটাও ভেঙেছিলেন বিজয়। গত বছর এপ্রিলে সাইফ হাসান এ রেকর্ড গড়েছিলেন।

তবে, এনামুল হক বিজয় তার রেকর্ডটাকে আরও দীর্ঘ করলেন। লিগের শেষ ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে আবারও সেঞ্চুরির একেবারে দ্বারপ্রান্তে চলে গিয়েছিলেন তিনি। করেছেন ৯৬ রান। মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হলেও তিনি লিগ শেষ করলেন গৌরবময় ১১৩৮ রান নিয়ে।

লিগের প্রথম থেকে যেভাবে ব্যাট করা শুরু করেছিলেন বিজয়, তা ছিল রীতিমত অবিশ্বাস্য। প্রায় প্রতিটি ম্যাচেই তার রান পঞ্চাশোর্ধ। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে এক ম্যাচে তো তার ব্যাট থেকে বেরিয়ে এসেছিল ১৮৪ রানের ইনিংস।

মোট ৩টি সেঞ্চুরি করেছেন। এক ম্যাচে কেবল রান করতে পারেননি। বাকি সব ম্যাচেই কম বেশি তার রান করেছেন তিনি। হাফ সেঞ্চুরি করেছেন ৯টিতে। অর্থ্যাৎ, ১৫ ম্যাচের মধ্যে ১২ ম্যাচেই তার রান ছিল পঞ্চাশোর্ধ। রান তোলার গড় ছিল ৮১.২৯ করে।

দ্বিতীয় সর্বোচ্চ রান নাঈম ইসলামের। ১৫ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৮৩৬ রান। মোসাদ্দেক হোসেন সৈকত করেছেন ৬৫৮ রান। তিনি রয়েছেন তৃতীয় অবস্থানে।

এবারের ঢাকা প্রিমিয়ার লিগে সেরা ১০ ব্যাটার

নাম

ম্যাচ

রান

সর্বোচ্চ

গড়

১০০/৫০

এনামুল হক বিজয়

১৫

১১৩৮

১৮৪

৮১.২৯

৩/৯

নাঈম ইসলাম

১৫

৮৩৬

১২৪

৬৪.৩১

২/৫

মোসাদ্দেক হোসেন সৈকত

১৫

৬৫৮

৮৮

৪৭.০০

০/৭

জাকির হাসান

১৫

৬২৭

১২৪

৪৪.৭৯

২/৩

চিরাগ জানি

১৫

৫৯৭

১২২

৪৯.৭৫

১/৪

অমিত হাসান

১২

৫৭৫

১০৭*

৫৭.৫০

২/৩

ফজলে মাহমুদ রাব্বি

১৫

৫৩৩

১০৪*

৫৩.৩০

২/৩

ইমরুল কায়েস

১৫

৫১৩

১২২

৩৯.৪৬

১/৩

শাহাদাত দিপু

১৫

৪৯৭

১৩১*

৪৫.১৮

১/২

সাব্বির রহমান

১৫

৪৯৬

১২৫

৪১.৩৩

১/১

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ