ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

ম্যাক্সওয়েলের বিয়ের পার্টিতে কোহলির 'পুষ্পা নাচ' ভিডিও ভাইরাল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ২৮ ২০:০৮:২৮
ম্যাক্সওয়েলের বিয়ের পার্টিতে কোহলির 'পুষ্পা নাচ' ভিডিও ভাইরাল

দীর্ঘদিনের বান্ধবী বিনি রামনের সঙ্গে গত ১৮ মার্চ তিনি নতুন জীবন শুরু করেছেন। তারপর ভারতে গেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে আইপিএল খেলতে।

বিয়ে করে আইপিএল খেলতে এসেছেন, সতীর্থরা কি আর ছাড়ে? ফলে পার্টি দিতেই হলো ম্যাক্সওয়েলকে। স্বাভাবিকভাবেই সেই পার্টি হয়ে উঠেছিল তারার মেলা। বেঙ্গালুরুর সব ক্রিকেটারই উপস্থিত ছিলেন ম্যাক্সওয়েলের বিয়ের ভোজ খেতে। আইপিএলের জৈব সুরক্ষা বলয় অক্ষত রেখে আয়োজিত পার্টিতে নাচতে দেখা গেছে বিরাট কোহলিকে। সঙ্গে তার স্ত্রী আনুশকা শর্মাও ছিলেন। আরো ছিলেন ফাফ ডুপ্লেসি, শাহবাজ আহমেদ, জেসন বেহরেনডর্ফ, দীনেশ কার্তিকরা।

পার্টিতে সবাই সেজেছিলেন ভারতীয় পোশাকে। নাচ-গানেরও আয়োজন। অল্লু অর্জুনের সিনেমা পুষ্পার গানের সঙ্গে কোমর দোলাতে দেখা যায় কোহলি এবং শাহবাজকে। ভারতীয় দলের সাবেক অধিনায়কের নাচের সেই ভিডিও এখন সোশ্যাল সাইটে ভাইরাল। পার্টি নিয়ে সোশ্যাল সাইটে আনুশকা লিখেছেন, 'সুরক্ষা বলয়ের মধ্যে বিয়ের অনুষ্ঠান! আমার মনে হচ্ছে সব অনুষ্ঠানই যেন একটা বলয়ের মধ্যে পালন করছি!'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ