ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

বাবর আজম ১৯৬, ১১৪,১০৫, ১০৩, ১১৯

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ১৯ ২০:০৩:৪১
বাবর আজম ১৯৬, ১১৪,১০৫, ১০৩, ১১৯

আর এই দুই ইনিংসের মধ্য দিয়ে বাবর তার খেলা শেষ ১২ ইনিংসের মধ্যে ৫টিতেই করেছেন সেঞ্চুরি আর ৬টিতে করেছেন পঞ্চাশের অধিক রান। শুধু একটি ইনিংসে তিনি আউট হয়েছেন ১ রানে। এর মধ্যে সর্বোচ্চ ১৯৬ রানের ইনিংসও রয়েছে তার জুলিতে।

বাবর আজমের এই ১২ ইনিংস যথাক্রমে ১৯৬, ৬৭, ৫৫, ৫৭, ১১৪, ১০৫*, ৬৬, ১০৩, ৭৭, ১, ১১৯ ও ৫৫।

বর্তমান সময়ে বাবরের ব্যাট যেন তরোয়ালের মত কথা বলছে, তাইতো বর্তমান সময়ে বাবরকে সেরা ব্যাটারও বলছেনে অনেকে! হয়তো আইসিসির আগামী র‍্যাংকিং হালনাগাদে টেস্ট র‍্যাংকিংয়েও আরো উপরে উঠে আসবেন এই পাকিস্তানি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ