ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

আম্পায়ারিং নিয়ে ওপেন চ্যালেঞ্জ করলেন পাপন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ১৯ ২১:১৬:৪১
আম্পায়ারিং নিয়ে ওপেন চ্যালেঞ্জ করলেন পাপন

সংবাদ সম্মেলনের একপর্যায়ে নিশ্চিতভাবেই সভাপতির কথায় আপ্লুত হয়েছেন মিঠু। কেননা আম্পায়ারিং নিয়ে খোলামেলাই সন্তুষ্টির কথা জানিয়েছেন পাপন। সম্মেলনে ক্লাব ক্রিকেটের কাউন্সিলরশিপ, আঞ্চলিক ক্রিকেট সংস্থার অনুমোদনের পাশাপাশি দেশের ক্রিকেটের সাম্প্রতিক বিষয় নিয়েও কথা বলেছেন বিসিবি সভাপতি।

তার কাছে প্রশ্ন ছিল, ঢাকার ক্লাব ক্রিকেটে প্রায়ই পক্ষপাতদুষ্ট আম্পায়ারিং দেখা যায়। এখন সব ক্লাবের সমান ভোট নীতিতে এটি কমবে বলে বোর্ড আশাবাদী কি না? এর উত্তরে যেনো ওপেন চ্যালেঞ্জই ছুড়ে দিলেন পাপন, ‘কী অভিযোগ আমাদের জানান, একসাথে বসে দেখবো।’

পাপনের মতে, সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ারিং নিয়ে কোনো সমস্যা হয়নি। যদি কারও কোনো অভিযোগ থেকে থাকে, তাহলে সেটি ভিডিও রেকর্ডিং থেকে খতিয়ে দেখার ওপেন চ্যালেঞ্জও দিলেন পাপন, ‘প্রিমিয়ার ডিভিশনে আম্পায়ারিং নিয়ে সমস্যা হয়েছে বলে আমার জানা নাই।’

তিনি আরও যোগ করেন, ‘আমি আপনাদেরকে বলছি, আমাদের সব রেকর্ড করা আছে, আমরা প্রিমিয়ার ডিভিশনে আগের থেকে শুরু করেছিলাম, রেকর্ড করা আছে। মূল সমস্যা যেটা হচ্ছিল, আমরা শুনছিলাম- প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ ও তৃতীয় বিভাগ- ওই জায়গাটায় আমাদের কাছে বেশি অভিযোগ আসতো। তারপর প্রথম বিভাগে সব রেকর্ড করা হচ্ছে, এখন আমরা সবগুলোই করছি। যখন থেকে রেকর্ড করছি তখন থেকে অভিযোগ আসছে না।’

এ বিষয়ে যারা অভিযোগ তোলেন, তাদেরও এক হাত নিলেন বিসিবি সভাপতি, ‘টকশোতে এসে ঢালাওভাবে বলে যাচ্ছে (আম্পায়ারিং নিয়ে), কোন খেলাটা বলেন, আমাদের কাছে রেকর্ড করা আছে, আমরা দেখবো। আপনাদের সবার সামনেই দেখব, বসলেই তো দেখা যাবে কি হয়েছে।’

‘বিষয়টা হচ্ছে এখন রেকর্ড করা আছে, আমরা নিশ্চিত করতে পারি। আমরা চেক করে দেখতে পারি। আমাদের কাছে এখন অভিযোগ আসে না। শেষ বছর তো অভিযোগই আসেনি। অভিযোগ আগেও এসেছিল আমরা দেখেছি, আমাদের কাছে এরকম পাইনি।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ