ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

অবিশ্বাস্য বিশ্বরেকর্ড: ক্যারিয়ারের প্রথম ৫ বলেই হ্যাটট্রিক করে বিশ্ব রেকর্ড গড়লেন ব্রেসওয়েল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ২১ ১০:৫৫:৪১
অবিশ্বাস্য বিশ্বরেকর্ড: ক্যারিয়ারের প্রথম ৫ বলেই হ্যাটট্রিক করে বিশ্ব রেকর্ড গড়লেন ব্রেসওয়েল

কিউইদের দেয়া ১৮০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৫৪ রানে ৭ উইকেট হারায় আয়ারল্যান্ড। সেখান থেকে ৩৭ রানের জুটি গড়েন ম্যাকার্থি ও অ্যাডেইর। সেই জুটি যখন কেউ ভাঙতে পারছিলনা তখন ইনিংসের ১৪তম ওভারে অফ স্পিনার মিচেল ব্রেসওয়েলকে নিয়ে আসেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্রেসওয়েলের সেই প্রথম ওভারের পর আইরিশদের ইনিংস আর এগোয়নি। কেন? তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক করে আয়ারল্যান্ডকে ৯১ রানে যে অলআউট করে দেন তিনি!

টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন মূলত ব্যাটসম্যান হিসেবে খেলা ব্রেসওয়েল। ২০০৯ সালে জ্যাকব ওরাম এবং পরের বছর টিম সাউদি হ্যাটট্রিক করেছিলেন। তবে ব্রেসওয়েল একটি জায়গায় আলাদা। টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে নিজের প্রথম ওভারেই হ্যাটট্রিক করলেন এই স্পিনার।

শুধু কী তাই, আন্তর্জাতিক ক্রিকেটে ব্রেসওয়েলই প্রথম বোলার, যিনি পুরো একটি ওভার শেষ করার আগেই ন্যূনতম ৩ উইকেট নেন। অর্থাৎ, ৬ বলে ওভার শেষ করার আগেই পাঁচ বল করেই ৩ উইকেট নেন ব্রেসওয়েল। তাঁর বোলিং বিশ্লেষণ ০.৫-০-৫-৩! আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি ৩৫তম হ্যাটট্রিকের নজির।

ব্রেসওয়েলের রেকর্ড গড়া বোলিংয়ের দিনে আইরিশদের ৮৮ রানে হারিয়েছ সিরিজও নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ