ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

কোহলিকে ফর্মে ফেরাতে ভারতের অন্য রকম পরিকল্পনা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ২১ ১৪:৫৩:০৫
কোহলিকে ফর্মে ফেরাতে ভারতের অন্য রকম পরিকল্পনা

চলতি মাসের শুরুতে এজবাস্টন টেস্টের দ্বিতীয় ইনিংসে ২০ রানে আউট হওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির সেঞ্চুরি খরা পৌঁছে যায় ৭৫ ইনিংসে। এই ৭৫ ইনিংসে কোহলি হাফ সেঞ্চুরির উদযাপন করেছেন ২৪ বার।

কিন্তু ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করার পর থেকে আর তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার ছোঁয়া হয়নি তার। এখন তো সেঞ্চুরি খুঁজতে খুঁজতে ঘুরপাক খাচ্ছেন অফ-ফর্মেই। পুরো ইংল্যান্ড সফরে পাঁচটি ম্যাচ খেলে মোটে ৭৬ রান করেছেন কোহলি।

আপাতত ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রামে রাখা হয়েছে কোহলিকে। তবে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অনুষ্ঠেয় সেই জিম্বাবুয়ে সফরে অবশ্যই থাকবেন কোহলি, ভারতীয় সংবাদ মাধ্যম ইনসাইড স্পোর্টসকে এমনটা জানিয়েছে বোর্ডের একটি সূত্র।

বোর্ডের সেই সূত্র বলেছে, ‘একটা বিশ্রাম তাকে সতেজ করবে বলে আশা করছি। বিশ্রামের পর ফর্মে ফিরতে তার প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে হবে। সেজন্য আমরা চাই সে জিম্বাবুয়ে সফরে যাক। ওয়ানডে তার প্রিয় ফরম্যাট এবং এশিয়া কাপের আগে ওই সিরিজ তাকে ফর্মে ফিরতে সহায়তা করবে। এ বিষয়ে আমরা দ্রুতই সিদ্ধান্ত নেব।’ আগামী ১৮, ২০ এবং ২২ আগস্ট ওয়ানডে সিরিজের সেই তিনটি ম্যাচ মাঠে গড়াবে। ম্যাচগুলো ওয়ানডে সুপার লিগের অংশ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ