ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

‘আমার সঙ্গে কথা বলতে সমস্যা নেই তো’, জাদেজাকে মাঞ্জরেকর

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ আগস্ট ২৯ ১৫:৩২:২০
‘আমার সঙ্গে কথা বলতে সমস্যা নেই তো’, জাদেজাকে মাঞ্জরেকর

মাঞ্জরেকরের এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগের মাধ্যমে জাদেজা প্রতি উত্তরে লেখেন, ‘তার পরেও আমি তোমার দ্বিগুণ ম্যাচ খেলেছি। এখনও খেলছি। কারও কৃতিত্বকে সম্মান দিতে শেখো। তোমার অনেক খারাপ কথা শুনেছি।’

এমন তর্কযুদ্ধ নিয়ে লম্বা সময় ধরে এই দুইজনের মধ্যে কথা বলা বন্ধ ছিল। এরপর বিভিন্ন সময় জাদেজার দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তার প্রশংসা করে সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করলেও নিজেদের মধ্যে আলোচনা হয়নি এই দুইজনের।

পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপে স্নায়ুক্ষয়ী ম্যাচ জেতার পর প্রেজেন্টেশনের মঞ্চে উপস্থাপনা করছিলেন মাঞ্জরেকর। অপরদিকে মাইক হাতে ছিলেন জাদেজা। এই সময় জাদেজার সাক্ষাৎকার নিতে গিয়ে মঞ্জরেকর বলেন,

‘আমার সঙ্গে জাদেজা রয়েছে। প্রথমেই ওকে জিজ্ঞাসা করতে চাই, আমার সঙ্গে কথা বলতে কোনও সমস্যা নেই তো?’ সিনিয়র মাঞ্জরেকরের এমন প্রশ্নে হাসি দিয়ে জাদেজা উত্তর দেন, ‘না, না, আমার কোনও সমস্যা নেই।’

এরপর জাদেজার সাক্ষাৎকার নিতে শুরু করেন ভারতের সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার মাঞ্জরেকর। পাকিস্তানের বিপক্ষে স্নায়ুক্ষয়ী ম্যাচে জেতার পথ চারে নামা জাদেজার ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ ৩৫ রান। শেষ ওভারের প্রথম বলে বোল্ড হয়ে ফেরেন এই ক্রিকেটার। এর আগে বল হাতে ২ ওভারে দেন মাত্র ১১ রান।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ