ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

আজ সকল কনফিউশনের উত্তর দিলেন শ্রীধরন শ্রীরাম

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ আগস্ট ২৯ ২০:১২:২১
আজ সকল কনফিউশনের উত্তর দিলেন শ্রীধরন শ্রীরাম

আরেক বড় আসর এশিয়া কাপও এবার সংযুক্ত আরব আমিরাতে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। প্রথম ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তাই প্রশ্ন এসেছে এবার আর তালগোল না পাকানো নিশ্চিত করতে কি করবে বাংলাদেশ।

এশিয়া কাপ দিয়েই বাংলাদেশ দলের সঙ্গে কাজ শুরু করা শ্রীধরন শ্রীরাম ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এসে দিয়েছেন সেই উত্তর।

শ্রীরাম বলেন, ‘আমি মনে করি এটা রোল সম্পর্কে পরিষ্কার ধারণার ব্যাপার। আমরা যেটা চেষ্টা করেছি সেটা যোগাযোগটা সবার সঙ্গে পরিষ্কার করেছি যে আমরা কি চাচ্ছি সবার থেকে। এবং ক্রিকেটাররা তাদের ভূমিকা সম্পর্কে খুবই পরিষ্কার। তো যখন আমরা মাঠে যাব আমরা তখন উইকেট অ্যাসেস করবো এবং সঠিক সিদ্ধান্ত নিব।’

প্রথম ম্যাচ শারজাহতে হলেও এখন অব্দি শারজাহতে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ দল। সাকিব-মুশফিকরা অনুশীলন সারছেন দুবাইয়ের আইসিসি ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ডে।

শ্রীরামকে প্রশ্ন করা হয় শারজাহতে অনুশীলন না করতে পারা ভোগাবে কিনা। উত্তরে শ্রীরাম বরং ভিন্ন ভাবনায় উত্তর দিলেন।

তিনি বলেন, ‘না, আমি তা মনে করি না। আমরা খুব ভালো করে জানি আমরা কোন স্টাইলে খেলতে চাই। আর কন্ডিশন, আমরা শারজাহতে অনেকবার খেলেছি, কন্ডিশন সম্পর্কে আমরা ভালো করেই জানি। শারজাহতে অনুশীলন হচ্ছে না এটা একদিক থেকে ভালো (হাসি)। শারজাহর অনুশীলন সুবিধাদি তেমন ভালো না। এখানে সুবিধাবেশ ভালো, এবং আমরা সন্তুষ্ট।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ