ঢাকা, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

গম্ভীরকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন আফ্রিদি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ আগস্ট ৩০ ১৪:৫৮:৩৩
গম্ভীরকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন আফ্রিদি

বিশেষ করে পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার শহিদ আফ্রিদি ও ভারতের তারকা ব্যাটার গৌতম গম্ভীরের মধ্যে লড়াই এখনও চলমান। ২০০৭ সালে একটি ওয়ানডে ম্যাচ চলাকালে বিবাদে জড়িয়েছিলেন গম্ভীর ও আফ্রিদি। প্রায় ১৫ বছর পেরিয়ে গেলেও, তারা ভোলেননি সেই ঘটনা।

তাই তো ভারত-পাকিস্তান ম্যাচ এলে চলে আসে গম্ভীর-আফ্রিদির সেই তর্কাতর্কির প্রসঙ্গ। ব্যতিক্রম ঘটেনি এবারের এশিয়া কাপেও। পাকিস্তানের কাছে হারের পরও গম্ভীরকে খোঁচা মারতে ছাড়েননি আফ্রিদি। তবে এটিও জানিয়েছেন, তিনি ভারতের সব খেলোয়াড়ের সঙ্গেই তর্কে যান না।

স্থানীয় সংবাদমাধ্যমে আফ্রিদি বলেছেন, ‘বিষয়টা এমন নয় যে, আমি অন্য কোনো ভারতীয় খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া করেছি। গম্ভীরের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কয়েকবার বিবাদ হয়েছে। আমার মনে হয়, সে এমন একজন মানুষ যাকে ভারতীয় দলেরও কেউ পছন্দ করে না।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ