ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

জিতা ম্যাচ হেরে সরাসরি যে বিষয়টাকে দায়ি করলেন অধিনায়ক সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ আগস্ট ৩১ ০৯:১৫:৫১
জিতা ম্যাচ হেরে সরাসরি যে বিষয়টাকে দায়ি করলেন অধিনায়ক সাকিব

প্রথমে ব্যাটিংয়ে নেমে মুজিব উর রহমানের ঘুর্নিতে দিশেহারা হয়ে বসে বাংলাদেশের টপ অর্ডার। দুই অঙ্কের ঘরে পা না রেখেই ফেরেন এনামুল হক বিজয়, নাইম শেখ ও মুশফিকুর রহিম। সাকিব আল হাসান ১১ রান করলেও ৭ ওভারের আগে ৪ উইকেট হারিয়ে বসে দল।

এমন অবস্থায় মাঝে মাহমুদউল্লাহর ২৭ বলে ২৫ ইনিংস বিপর্যয় ঠেকালেও মোসাদ্দেক হোসেন হোসেনের লড়াকু ৪৮ রানের নৈপুণ্যে ১২৭ রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাবে বোলাররা আফগান ব্যাটারদের চাপে রাখলেও শেষের দিকে মুস্তাফিজ-সাইফউদ্দিনের বিপক্ষে ঝড় তুলে ৭ উইকেটের জয় নিয়ে সুপার ফোরে পা রাখে মোহাম্মদ নবির দল।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে নাজিবের প্রশংসা করার সঙ্গে দলের ব্যর্থতার কারণও খোলাসা করেন। সাকিব বলেন, 'আসলে শুরুর দিকে আমরা দ্রুত উইকেট হারিয়েছি। আপনি যদি ৭ ওভারে ৪ উইকেট হারিয়ে বসেন তাহলে ঘুরে দাঁড়ানো মুশকিল।'

'বোলিংয়ে আমরা ভালো করেছি। শুরুর থেকে ১৪-১৫ ওভার পর্যন্ত আমরা ম্যাচে ছিলাম। আমরা জানতাম নাজিবউল্লাহ ভয়ঙ্কর ব্যাটার। ভেবেছিলাম ম্যাচ আমাদের হাতেই আছে কিন্তু ৬ ওভারে ৬০ সে নিয়ে ফেলেছে। তাকে কৃতিত্ব দিতেই হয়' আরও যোগ করেন তিনি।

৪৮ রানের ইনিংস খেলা মোসাদ্দেকের প্রসঙ্গে সাকিব বলেন, 'টি-টোয়েন্টি ম্যাচে একজন ব্যাটারকে শেষ পর্যন্ত থাকতে হয়। মোসাদ্দেক সেটা করেছে, ভালো খেলেছে। কিন্তু ম্যাচ জেতার জন্য আমাদের আরও অনেক কিছু দরকার ছিল, যেটা হয়নি।'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ