ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

রোনালদো ১৪১, মেসি ১২৫

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ সেপ্টেম্বর ০৭ ১১:৪২:৪৪
রোনালদো ১৪১, মেসি ১২৫

কিন্তু সময়ের পরিক্রমায় দুই কিংবদন্তিরও বয়স বেড়েছে। রোনালদো বর্তমানে ৩৭ ছুঁয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে এবারের আসরে তার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও সুযোগ পায়নি। অন্যদিকে মেসির বয়সও ৩৫। রোনালদো না খেললেও মেসির দল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) খেলছে চ্যাম্পিয়নস লিগের মঞ্চে।

তবে রোনালদোর না থাকায় কিনা চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের শুরুর ম্যাচে মেসিও ছিলেন নিজের ছায়া হয়ে। পিএসজির ম্যাচে গোল কিংবা অ্যাসিস্ট দুই ক্ষেত্রেই ছিলেন অনুজ্জ্বল। ইউরোপ সেরার নতুন লড়াইয়ে এই দুই কিংবদন্তির জুতোয় পা গলানোর চেষ্টায় আছেন সময়ের দুই সেনসেশন কিলিয়ান এমবাপ্পে এবং এরলিং হালান্ড।

চ্যাম্পিয়নস লিগের ৬৮ তম আসরের প্রথম দিনেই সব আলো কেড়ে নিয়েছেন পিএসজির এমবাপ্পে এবং ম্যানচেস্টার সিটির হালান্ড। দুই তারকা স্ট্রাইকারই নিজেদের প্রথম ম্যাচে জোড়া গোল করেছেন। দলকেও জিতিয়ে দিয়েছেন দারুণ শুরু।

পিএসজি এবার ইউরোপ সেরার মিশনে শুরু করেছে জুভেন্টাসের বিপক্ষে। যেখানে এমবাপ্পের জোড়া গোলে ২-১ ব্যবধানে জিতেছে পিএসজি। এদিন এমবাপ্পের গোলে সহায়তা করেছেন নেইমার এবং আশরাফ হাকিমি। জুভেন্টাসের পক্ষে সান্তনার গোল করেছেন ওয়েস্ট ম্যাককেন্নি।

চ্যাম্পিয়নস লিগের অন্য ম্যাচে হালান্ডের জোড়া গোলে সেভিয়াকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ম্যানসিটি। ম্যাচে এদিন সিটির পক্ষে হালান্ড ছাড়া গোল করেন ফিল ফোডেন এবং রুবেন ডিয়াজ। ম্যানসিটিতে যোগ দেওয়ার পর থেকে ৭ ম্যাচে ১২ গোল করে ফেলেছেন নরওয়েজিয়ান স্ট্রাইকার হালান্ড।

চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোনালদো ১৪১ এবং মেসি ১২৫ গোল নিয়ে শীর্ষেই আছেন। তবে এমবাপ্পে এবং হালান্ড যে গতিতে এগুচ্ছে তাতে ১০ বছর পর সমীকরণ বদলে গেলেও যেতে পারে। ২৩ বছর বয়সী এমবাপ্পে ইতোমধ্যে করে ফেলেছেন ৩৫ গোল। হালান্ডও ২০ ম্যাচে করে ফেলেছেন ২৫ গোল।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ