ঢাকা, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

পাকিস্তানকে মাঝাড়ি রানের টার্গেট দিল আফগানিস্তান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ সেপ্টেম্বর ০৭ ২১:৩৮:২০
পাকিস্তানকে মাঝাড়ি রানের টার্গেট দিল আফগানিস্তান

শুরুতে টস জিতে পাকিস্তান অধিনায়ক বাবর আজম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। স্বভাবতই ব্যাট করতে নামে আফগানিস্তান।

তবে টস হারলেও ব্যাটিংয়ে শুরুটা দুর্দান্ত করেছিল আফগানিস্তান। ২৯ বলে ৪৩ রানের উদ্বোধনী জুটি গড়েন হজরতউল্লাহ জাজাই আর রহমানুল্লাহ গুরবাজ।

ইনিংসের চতুর্থ ওভারে হারিস রউফকে টানা দুই বাউন্ডারি হাঁকিয়ে তৃতীয় বলেই ক্যাচ তুলে দেন জাজাই। কিন্তু শর্ট থার্ডম্যানে বাউন্ডারিতে সহজ ক্যাচ ড্রপ করেন নাসিম শাহ।

অবশ্য পাকিস্তানকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি উইকেটের জন্য। এক বল পরেই দুর্দান্ত এক ডেলিভারিতে গুরবাজকে ১১ বলে ২ ছক্কায় ১৭ রানে বোল্ড করেন রউফ।

পরের ওভারে হাসনাইন বোল্ড করেন জাজাইকেও। তিনি করেন ১৭ বলে ২১ রান। ৭ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তান। পাওয়ার প্লের ৬ ওভারে তারা তোলে ২ উইকেটে ৪৮ রান।

এরপর রানের গতি কমে যায় আফগানিস্তানের। পাকিস্তানি বোলাররা তাদের চেপে ধরেন। প্রমোশন পেয়ে চার নম্বরে নেমেছিলেন করিম জানাত। কিন্তু ঠিক টি-২০র ব্যাটিংটা করতে পারেননি। ১৯ বল খেলে মাত্র ১৫ রান করে মোহাম্মদ নওয়াজকে তুলে মারতে গিয়ে ক্যাচ হন জানাত।

সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে জয় পাওয়া পাকিস্তান অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামে আজ। অন্যদিকে প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে হার মানা আফগানিস্তান দলে দুটি পরিবর্তন আনা হয়েছে।

অসুস্থতার কারণে শ্রীলংকার বিপক্ষে খেলতে না পারা আজমতউল্লাহ ওমরজাই আজ খেলছেন। বাদ পড়েছেন সামিউল্লাহ শিনওয়ারি। অন্যদিকে নাভিন-উল-হকের পরিবর্তে একাদশে এসেছেন ফরিদ আহমেদ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ