ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

অস্ট্রেলিয়া বিশ্বকাপে আবারও পাকিস্তানের মেন্টর হেইডেন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ সেপ্টেম্বর ০৯ ১৩:৫৯:৪৮
অস্ট্রেলিয়া বিশ্বকাপে আবারও পাকিস্তানের মেন্টর হেইডেন

এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের সঙ্গে হেইডেনের যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি। হেইডেনকে দলের সঙ্গে অন্তর্ভুক্ত করতে পেরে আনন্দিত রমিজ রাজাও। পিসিবি চেয়ারম্যান মনে করেন, অস্ট্রেলিয়া কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা থাকায় হেইডেনের পয়ারমর্শ বেশ কাজে লাগবে দলের।

রমিজ বলেন, 'পাকিস্তান দলের সাথে আবারও যোগ দেয়ায় হেইডেনকে স্বাগত জানাই। তিনি বিশ্বজুড়েই স্বীকৃত ও প্রমাণিত একজন ব্যক্তিত্ব। অস্ট্রেলিয়ার কন্ডিশন সম্পর্কে ভালো জ্ঞান নিয়ে তিনি আমাদের দলের সাথে যোগ দেবেন। আমি আত্মবিশ্বাসী যে তার এই যোগদান আমাদের মেধাবী ক্রিকেটারদের আসন্ন বিশ্বকাপ ও সামনের সফরগুলোতেও অনেক সাহায্য করবে।'

এর আগেও পাকিস্তান দলের সঙ্গে কাজ করার ফলে দলের ক্রিকেটারদের সম্পর্কে স্পষ্ট ধারণা আছে তার। অস্ট্রেলিয়া বিশ্বকাপে দল নিয়ে দারুণ কিছু করার প্রত্যাশা এই অজি মেন্টরের। তিনি দলের সঙ্গে যোগ দিতে মুখিয়ে আছেন। হেইডেন বলেন, 'অস্ট্রেলিয়াতে পাকিস্তান দলের পরামর্শক হিসেবে কাজ করার জন্য আমি সত্যিই মুখিয়ে আছি। আমি দেখছি এশিয়া কাপে পাকিস্তান কীভাবে পারফর্ম করছে এবং ভারতের বিপক্ষে তারা কী দারুণ জয় পেয়েছে। পাকিস্তান দলের ব্যাটিং ও বোলিং অস্ট্রেলিয়ার কন্ডিশনের জন্যই খুবই মানানসই। তাদের সব আছে এবং আমি নিশ্চিত তারা বিশ্বকাপে ভালো করবে।' চলতি বছরের অক্টোবর-নভেম্বরে

মাঠে গড়াবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০ ওভারের বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশকে সঙ্গে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। এই টুর্নামেন্টে পাকিস্তান দলের সঙ্গে হেইডেনকে দেখা যাবে কি না সেই প্রসঙ্গে কিছু জানায়নি পিসিবি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ