ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

স্মিথ-ওয়ার্নারের নেতৃত্ব পাবে কিনা যা বললেন ফিঞ্চ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ সেপ্টেম্বর ১০ ১৭:০৮:০৩
স্মিথ-ওয়ার্নারের নেতৃত্ব পাবে কিনা যা বললেন ফিঞ্চ

২০১৮ সালে বল বিকৃতি কান্ডে জড়িয়ে অধিনায়কত্বে নিষেধাজ্ঞা পেয়েছিলেন সেই সময়ের অস্ট্রেলিয়া দলের অধিনায়ক স্টিভ স্মিথ এবং সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। স্মিথ পেয়েছিলেন দুই বছরের নিষেধাজ্ঞা। যেটা কাটিয়ে অস্ট্রেলিয়ার টেস্ট সহ-অধিনায়কত্বও পান তিনি।

এমনকি শেষবারের অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার নিয়মিত টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স যখন করোনা আক্রান্ত হন, তখন অ্যাডিলেড টেস্ট নেতৃত্ব দেন স্মিথ।

স্মিথ ওয়ানডের নেতৃত্ব পাবেন কিনা এমন প্রশ্নের উত্তরে ফিঞ্চ বলেন, 'আমার মনে হয় না (এটা কোনো ইস্যু হবে)। প্যাটের (কামিন্স) যখন করোনা হয় তখন অ্যাডিলেডে সে অধিনায়কত্ব করেছিল। আমার মনে হয় এই ব্যাপারটিকে ওরা আলোচনায় নেবে।'

বল বিকৃতি কান্ডে স্মিথ দুই বছরের নিষেধাজ্ঞা পেলেও ওয়ার্নার পান আজীবনের নিষেধাজ্ঞা। ওয়ার্নারের মতো একজন ক্রিকেটারের নেতৃত্বের নিষেধাজ্ঞা উঠে যাক, এমনটাই চান ফিঞ্চ।

তিনি আরও বলেন, 'যখন সে (ওয়ার্নার) মাঝে মাঝে নেতৃত্ব দিয়েছে তখন তার অধীনে অস্ট্রেলিয়ায় আমি কিছু ম্যাচ খেলেছি। সে দারুণ নেতৃত্ব দেয়, খুব কৌশলী একজন নেতা। ওই সময়ে তরুণরা তার নেতৃত্বে খেলতে পছন্দ করত।'

'এসব নিষেধাজ্ঞা উঠে যাক, এমনটা চাই কিনা? অবশ্যই চাই। সে তো এখন আর শুধু ক্রিকেটার নয়, তার এখন কোচ হওয়ার সামর্থ্যও আছে এবং পরের প্রজন্মের ক্রিকেটারদের এগিয়ে আসতে সাহায্য করতে পারে।'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ