আম্পায়ারের উপর রেগে আগুন বাবর

অথচ পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে অধিনায়কের অনুমতির জন্য অপেক্ষা না করেই ফিল্ড আম্পায়ার তৃতীয় আম্পায়ারের কাছে রিভিউয়ের আবেদন জানিয়ে দিলেন। এই ঘটনায় বেজায় চটেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। আম্পায়ারের কাছে গিয়ে যথেষ্ট উত্তেজিত হয়ে কথা বলতেও দেখা গেছে তাকে।
ঘটনাটি ঘটেছে শ্রীলঙ্কার ইনিংসের ১৬তম ওভারে। হাসান আলির বল শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকার ব্যাটের কাছ দিয়ে গিয়ে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে চলে যায়। রিজওয়ান আউটের আবেদন করলেও আম্পায়ার আউট দেননি।
রিজওয়ান বাবরকে রিভিউ নিতে বলেন। কিন্তু বাবর কোনও সিদ্ধান্ত নেওয়ার আগেই দেখা যায় আম্পায়ার রিভিউয়ের আবেদন করে দিয়েছেন।
এ ঘটনায় অবাক হয়ে যান বাবর। আম্পায়ারের কাছে গিয়ে বাবর জানান, তিনি দলের অধিনায়ক। কিন্তু তার কাছে অনুমতি না নিয়েই কেন আম্পায়ার রিভিউয়ের আবেদন করলেন? জবাবে আম্পায়ার অবশ্য কী বলেছেন তা জানা যায়নি। শেষ পর্যন্ত রিভিউয়ে দেখা যায়, শানাকা আউট ছিলেন না। পাকিস্তানের একটি রিভিউ নষ্ট হয়ে যায়।
এশিয়া কাপের ফাইনালের মহড়ায় শ্রীলঙ্কার কাছে পাঁচ উইকেটে হারতে হয়েছে পাকিস্তানকে। এ কারণে রোববার ফাইনালে নামার আগে চিন্তায় পাকিস্তানের অধিনায়ক।
শ্রীলঙ্কা ম্যাচের শেষে ধারাভাষ্যকারের প্রশ্নের জবাবে বাবর বলেন, ‘পাওয়ার প্লে-তে আমরা ভাল খেলেছিলাম। কিন্তু তার পরে ব্যাটিং ভাল হল না। আমরা জুটি বাঁধতে পারলাম না। খারাপ শট খেলে আউট হল সবাই। ফাইনালের আগে এই ধরনের ব্যাটিং দেখে চিন্তা হচ্ছে। আমাদের আলোচনা করে সমস্যার সমাধান করতে হবে।’’
ব্যাটিংয়ে ক্ষুব্ধ হলেও ১২১ রান রক্ষা করতে দলের বোলাররা নিজেদের সেরাটা দিয়েছেন বলে মনে করছেন বাবর। তিনি বলেন, ‘বোলাররা নিজেদের কাজ করেছে। আমাদের পেস বোলাররা ভাল ছন্দে রয়েছে। হাসান দলে ফিরেছে। ব্যাটারদের কোথায় ভুল হচ্ছে সেটা ফাইনালের আগে আলোচনা করে নেব।’
১২১ রান তাড়া করতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস ও দানুষ্কা গুনাথিলাকা শূন্য এবং ধনঞ্জয়া ডি সিলভা পাঁচ রান করে আউট হয়ে যান। কিন্তু পাথুম নিসাঙ্কা ৫৫ রানের ইনিংস খেলেন। ভানুকা রাজাপাকসে ও দাসুন শানাকার সঙ্গে মিলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে কারসাজির চক্র: দুর্বল কোম্পানির শেয়ারের দামে অস্বাভাবিক উল্লম্ফন
- ৩ কোম্পানির কারখানায় ঝুলছে তালা, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- ৮ প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা, ছয় কোম্পানির বিনিয়োগকারীরা খেলো ধাক্কা
- শেয়ারবাজার স্থিতিশীলতায় আইসিবির বিশেষ তহবিল থাকবে ২০৩২ সাল পর্যন্ত
- রপ্তানি আয়ের ৮ হাজার কোটি টাকা গায়েব: কেয়া গ্রুপ ও চার ব্যাংককে তলব
- এশিয়া কাপ ২০২৫: তিন ওপেনার নিয়ে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
- শেষ হলো বাংলাদেশ বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্সের বাঁচা মরার ম্যাচ
- ভারত বনাম বাংলাদেশ : ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল
- ভারত বনাম বাংলাদেশ: গোল, গোল, ৮০ মিনিটের খেলা শেষ
- বদলে গেল ফোনের ডায়াল প্যাড, জানুন আসল কারণ ও আগের অবস্থায় ফেরানোর উপায়
- শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি প্রতিষ্ঠান বোর্ড সভার তারিখ ঘোষণা
- বদলে গেল আপনার ফোনের ডায়াল প্যাড, আতঙ্ক নয় সমাধান আছে, জেনে নিন
- বীমা খাতে সুবাতাস, দ্বিতীয় প্রান্তিকে ১৯ কোম্পানির মুনাফায় উল্লম্ফন
- গুজব না সত্য: যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা হাসিনার পদত্যাগপত্র খুঁজে পায়নি
- এশিয়া কাপ 2025 : বাংলাদেশের চুড়ান্ত স্কোয়াড ঘোষণা করলো বিসিবি