ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

অলআউট বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ সেপ্টেম্বর ১১ ২০:০০:২৪
অলআউট বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর

এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডসের নিয়মিত অধিনায়ক ব্রায়ান লারা মাঠে নামেননি। তার বদলে দলটিকে নেতৃত্ব দিচ্ছেন কির্ক এডওয়ার্ডস। কানপুরে চলমান ম্যাচটিতে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ লিজেন্ডসের অধিনায়ক শাহাদাত।

তবে অধিনায়কের সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করতে পারেনি ক্রিকেটাররা। আগে ব্যাট করতে নেমে মাত্র ৯৮ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ লিজেন্ডস। উইন্ডিজ লিজেন্ডসের জিততে হলে করতে হবে ৯৯ রান।

এদিন ব্যাটিং করতে নেমে ৪ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ওপেনিংয়ে নামা নাজিমউদ্দীন রানের খাতা খোলার আগেই ক্রিশমার সান্তোকির বলে বোল্ড হয়ে ফেরেন। আরেক ওপেনার নাজমুস সাদাত ৩ রান করে আউট হয়ে ফেরেন।

তিনে নেমে তুষার ইমরান ৬ রানের বেশি করতে পারেননি। গত আসরে ব্যাট হাতে ঝড় তোলা আফতাব আহমেদ এদিন ছিলেন নিজের ছায়া হয়ে। ২ চারে ১৩ রান করতেই সুলেমান বেনের বলে আউট হয়ে ফেরেন।

ব্যাট হাতে অলক কাপালি ১টি করে চার-ছয়ে ১৯ রান করেন। তবে এরপর দেবেন্দ্র বিশুর শিকার হন তিনি। ব্যাট হাতে আবুল হাসান এবং মোহাম্মদ শরীফ দুইজনই ফেরেন ৩ রান করে। পরবর্তীতে আব্দুর রাজ্জাকের ১টি করে চার-ছয়ে ১৩ রান এবং ধীমান ঘোষের অপরাজিত ২২ রানে ৯৮ সংগ্রহ পায় বাংলাদেশ।

উইন্ডিজের পক্ষে সান্তোকি মাত্র ৭ রানে ৩ উইকেট শিকার করেন। ডেভ মোহাম্মদ ও সুলেমান বেন ২ উইকেট করে নেন। এ ছাড়াও মারলন ব্ল্যাক এবং বিশু ১টি করে উইকেট শিকার করেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ