ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

এশিয়া কাপে সর্বোচ্চ স্ট্রাইকরেটের ৫ ব্যাটারের তালিকা প্রকাশ, শীর্ষে আছেন এক বাংলাদেশী ক্রিকেটার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ সেপ্টেম্বর ১২ ১৫:৩৭:৫৯
এশিয়া কাপে সর্বোচ্চ স্ট্রাইকরেটের ৫ ব্যাটারের তালিকা প্রকাশ, শীর্ষে আছেন এক বাংলাদেশী ক্রিকেটার

তবে গোটা আসরে সর্বোচ্চ স্ট্রাইকরেট বাংলাদেশের ব্যাটার মোসাদ্দেক হোসেন সৈকতের। হার্ডহিটিং না পারায় বাংলাদেশের ব্যাটারদের নিয়ে অনেক কথা হয়, অথচ এশিয়া কাপের মতো বড় আসরে বাংলাদেশের মোসাদ্দেকের স্ট্রাইকরেটই সবার চেয়ে বেশি।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৩২ বলে ৪টি চার এবং একটি ছক্কা হাঁকিয়ে ৪৮ রান করে অপরাজিত থাকেন মোসাদ্দেক হোসেন সৈকত। এরপর দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে শেষের দিকে ব্যাটিংয়ে নেমে মাত্র নয় বল খেলেছিলেন মোসাদ্দেক হোসেন।

কিন্তু সেই নয় বলে চারটি চার হাঁকিয়ে ২৪ রান করে অপরাজিত থাকেন মোসাদ্দেক। টুর্নামেন্টে মোট ৭২ রান করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। এবারের এশিয়া কাপে কমপক্ষে ৫০ রান করেছেন এমন ব্যাটারদের মধ্যে মোসাদ্দেকের স্ট্রাইকরেটই সবচেয়ে বেশি।

১৮০.০০ স্ট্রাইকরেটে মোসাদ্দেক করেছেন মোট ৭২ রান। ১৭১.৪২ স্ট্রাইকরেট নিয়ে দুইয়ে আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরান। স্ট্রাইকরেটের তালিকায় তিনে রয়েছেন ভারতের সূর্যকুমার যাদব। ১৬৩.৫৩ স্ট্রাইকরেটের তাঁর সংগ্রহ ১৩৯ রান। আফগান ওপেনার রাহমানউল্লাহ গুরবাজ ১৬৩.৪৪ স্ট্রাইকরেটে করেছেন ১৫২ রান। ১৫৬.৫৭ স্ট্রাইকরেট নিয়ে পাঁচে শ্রীলঙ্কার কুশল মেন্ডিস।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ