ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

মেসিকে নিয়ে নতুন সিদ্ধান্ত নিল পিএসজি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ সেপ্টেম্বর ১৩ ১৪:৫৫:৫১
মেসিকে নিয়ে নতুন সিদ্ধান্ত নিল পিএসজি

ফরাসী দৈনিক এল ইকুইপের খবর, নতুন কোচ ক্রিস্টোফ গ্যালতিয়েরের দলের মূল কয়েকজন তারকার চুক্তি নতুন করে নবায়ন করার কথা ভাবছে পিএসজি কর্তৃপক্ষ। এই তালিকায় সবার উপরে আছে লিওনেল মেসির নাম, যার চুক্তি শেষ হবে এই মৌসুমের শেষেই।

লিওনেল মেসিকে নিয়ে নতুন করে গুঞ্জন রটেছে, আসছে মৌসুমে তাকে দলে ভেড়ানোর চেষ্টা করবে তারই সাবেক ক্লাব এফসি বার্সেলোনা। এদিকে লক্ষ্য রেখেই নতুন করে মেসির জন্য প্রস্তাব দিতে চাচ্ছে নাসের আল খেলাইফির দল।

পিএসজি কর্তৃপক্ষ বিশ্বাস করে, আগামী মৌসুমে মেসিকে ফেরানোর জন্য সম্ভাব্য সবকিছুই করবে বার্সেলোনা। জুলাই ২০২৩ এ যখন পিএসজির সাথে মেসির চুক্তির মেয়াদ শেষ হবে ঠিক তখনই এই তারকাকে নিজেদের ডেরায় ফ্রিতেই টানার কথা ভাবছে কাতালান জায়ান্টরা।

এই সম্ভাবনার সমাপ্তি ঘটাতেই নতুন করে আর্জেন্টাইন এই তারকার সাথে চুক্তি নবায়নের কথা এগুনোর চেষ্টায় আছে পিএসজি। চলতি মৌসুমে তার দলগত খেলায় রাখা প্রভাবও এই ক্ষেত্রে বড় অবদান রাখছে সে কথা নিঃসন্দেহে বলায় যায়।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ