ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

মুম্বাইয়ের কোচের পদ ছেড়ে আরও অনেক বড় দায়িত্ব পেলেন জয়াবর্ধনে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ সেপ্টেম্বর ১৪ ১৩:০৪:২৯
মুম্বাইয়ের কোচের পদ ছেড়ে আরও অনেক বড় দায়িত্ব পেলেন জয়াবর্ধনে

মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকানা মূলত রিলায়েন্স ইন্ডাস্ট্রিস লিমিটেড। একই মালিকানার অন্তর্গত আছে আরও দুটি দল। একটি আরব আমিরাত প্রিমিয়ার লিগের (আইএলটি২০) মুম্বাই এমিরেটস, আরেকটি সাউথ আফ্রিকা টি-টোয়েন্টি লিগের (এসএটি২০) মুম্বাই কেপটাউন ফ্র্যাঞ্চাইজি।

এখন থেকে এই তিনটি দলই দেখভাল করবেন জয়াবর্ধনে। মুম্বাই ফ্র্যাঞ্চাইজির গ্লোবাল হেড অব পারফরম্যান্স হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি। জয়াবর্ধনের সঙ্গে পদোন্নতি হয়েছে জহির খানেরও।

ভারতের সাবেক এই ফাস্ট বোলার আগে ডিরেক্টর অব ক্রিকেট অপারেশন্স ছিলেন। বর্তমানে মুম্বাইয়ের গ্লোবাল হেড অব ক্রিকেট ডেভলপমেন্ট পদে নিযুক্ত হয়েছেন। জয়াবর্ধনের নির্দেশনায় থেকে তিন লিগে মুম্বাইয়ের তিনটি ফ্র্যাঞ্চাইজি দেখভাল করবেন তিনি।

আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আইএলটি২০ এবং এসএটি২০। এর কয়েক মাস পরই ভারতের মাটিতে অনুস্থিত হবে আইপিএল। তিনটি ভিন্ন লিগে মুম্বাইয়ের তিনটি দলই যেন ভালো পারফর্ম করে এ কারণেই করা হয়েছে এই রদবদল।

এদিকে জয়াবর্ধনের অনুপস্থিতিতে মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন হেড কোচ কে হবেন তা এখনও জানায়নি ফ্র্যাঞ্চাইজিটি। ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং প্যানেলে যোগ দেন জয়াবর্ধনে। এখন পর্যন্ত দলটির হয়ে তিনটি শিরোপা জিতেছেন তিনি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ