ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

মাহমুদউল্লাহকে বাদ দেয়ার অদ্ভুত কারণ ব্যাখ্যা করলেন প্রধান নির্বাচক নান্নু

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ সেপ্টেম্বর ১৪ ১৫:৪১:২৭
মাহমুদউল্লাহকে বাদ দেয়ার অদ্ভুত কারণ ব্যাখ্যা করলেন প্রধান নির্বাচক নান্নু

১৫ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে ১২১ ম্যাচ খেলেছেন রিয়াদ। ২৩.৫৭ গড়ে বাংলাদেশের সাবেক টি-টোয়েন্টি অধিনায়কের রান ২ হাজার ১২২। তবে রিয়াদ যে পজিশনে ব্যাটিং করেন সেখানে গড়ের চেয়ে স্ট্রাইক রেটটা বেশি গুরুত্বপূর্ণ। সেখানেও বিবর্ণ তিনি। ফিনিশার হিসেবে খেলা রিয়াদ রান তুলেছেন ১১৭.৩০ স্ট্রাইক রেটে।

বয়স যত বেড়েছে বড় শট খেলার প্রবণতা ততই কমেছে রিয়াদের। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের পর থেকে এখন পর্যন্ত ১৬ টি-টোয়েন্টিতে ১৮.৪ গড়ে ২৬১ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। স্ট্রাইক রেট ১০১.৫৫। এই পরিসংখ্যান আধুনিক সময়ের ফিনিশারের সঙ্গে বড্ড বেমানান।

নান্নু বলেন, 'মাহমদউল্লাহর প্রতি আমাদের সম্মান আছে, আমাদের জাতীয় দলের হয়ে অনেক ভালো ভালো খেলা আমাদের উপহার দিয়েছে। আমাদের টি-টোয়েন্টির যে পরামর্শক (শ্রীরাম) তার একটা পরিকল্পনা আমাদের দিয়েছে এবং আগামী এক বছরের যে পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সেটার জন্য একটা ভিন্ন পরিকল্পনা। তো সেই পরিকল্পনা মতেই টিম ম্যানেজমেন্টের সবার সম্মতিক্রমে মাহমুদউল্লাহকে বাদ দেয়া হয়েছে।'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ