ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

বাংলাদেশের হয়ে খেলতে চান হামজা যা বললেন অধিনায়ক জামাল ভূঁইয়া

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ সেপ্টেম্বর ১৫ ১৪:০৩:০১
বাংলাদেশের হয়ে খেলতে চান হামজা যা বললেন অধিনায়ক জামাল ভূঁইয়া

বাংলাদেশের অধিনায়ক জামাল হামজার ইচ্ছাকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘তাকে বাংলাদেশের হয়ে খেলতে স্বাগত জানাই। তার বাংলাদেশের প্রতি টান খুব ভালো লেগেছে।’ হামজা বাংলাদেশ দলে আসলে দলের শক্তি অনেক বাড়বে বলে মনে করেন তিনি, ‘হামজা অত্যন্ত ভালো খেলোয়াড়, সে বাংলাদেশ দলে আসলে আমাদের দলীয় সামর্থ্য আরো অনেক বাড়বে।’

বাংলাদেশের সাবেক কোচ জেমি ডে প্রবাসী খেলোয়াড়দের নিয়ে পরিকল্পনা করছিলেন। তিনি কিছু ম্যাচে প্রবাসীদের সুযোগও দিয়েছিলেন। সেই সময় একটা আলোচনা ছিল, প্রবাসীদের বাংলাদেশের ঘরোয়া লিগে পারফরম্যান্স করে জাতীয় দলে আসতে হবে।

এই প্রসঙ্গে জামাল ভূঁইয়া বলেন, ‘হামজা বিশ্বের সেরা লিগে খেলে। তার নিজেকে প্রমাণের কিছু নেই। সে বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছে সেটাই যথেষ্ট।’

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে প্রথম প্রবাসী ফুটবলার জামাল ভূঁইয়া নিজেই। গত চার বছরের বেশি সময় তার হাতে বাংলাদেশের অধিনায়কত্ব। প্রবাসী ফুটবলার জাতীয় দলে অন্তর্ভুক্ত হওয়ার গুরুত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘আধুনিক ফুটবল বিশ্বে এটা খুবই সাধারণ ঘটনা। এর মাধ্যমে অনেক দেশের ফুটবলের শক্তি পরিবর্তন হচ্ছে।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ