ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

ভক্তদের কান্নার সাগরে ভাসিয়ে বিদায় বললেন ফেদেরার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ সেপ্টেম্বর ১৫ ২১:২২:২৪
ভক্তদের কান্নার সাগরে ভাসিয়ে বিদায় বললেন ফেদেরার

ফেদেরার জানান, গত তিন বছর ধরে চোট-সার্জারির ধকল সহ্য করতে হয়েছে। খেলায় ফিরতে কঠোর পরিশ্রম করেছি, তবে শরীরের ক্ষমতা আর সীমাবদ্ধতা আমি জানি।

তিনি বলেন, টেনিস আমাকে আমার কল্পনার চেয়েও বেশি কিছু দিয়েছে। আর এখন ক্যারিয়ারের ইতি টানার সময় এসেছে। লেভার কাপ হবে আমার শেষ এটিপি আসর।

তিনি আরও বলেন, আমি অবশ্যই ভবিষ্যতে আরও টেনিস খেলব। তবে প্রতিযোগিতামূলক টেনিস আর নয়। আর কোনো গ্র্যান্ড স্ল্যাম কিংবা কোনো ট্যুরে খেলব না।

উল্লেখ্য, ১৯৯৮ সালে মাত্র ১৬ বছর বয়সে টেনিস ক্যারিয়ার শুরু করেন ফেদেরার। ২০০৩ সালে তিনি প্রথম গ্রান্ডস্লাম জয় করেন। ২০০৪ সালে তিনি বিশ্বের সেরা টেনিস তারকা হন। ২০২১ সালের উইম্বলডনের পরে আর মাঠে নামেননি ফেদেরার।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ