ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

সৌরভ গাঙ্গুলি পারলেও পারলেন না সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ সেপ্টেম্বর ১৬ ০৯:৪৩:১৮
সৌরভ গাঙ্গুলি পারলেও পারলেন না সাকিব

প্রথম বাংলাদেশি হিসেবে ১০০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন একমাত্র মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশকে ২৪টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মাহমুদউল্লাহ। এর মধ্যে ১২টিতেই জিতেছে বাংলাদেশ। অধিনায়ক মাহমুদউল্লাহর জয়ের গড় ৫০ ভাগ।

সৌরভ গাঙ্গুলি যখন ভারত ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন, তখন ফর্মে না থাকা সত্ত্বেও অভিজ্ঞ খেলোয়াড় অনিল কুম্বলেকে দলে রেখেছিলেন। অনিল কুম্বলেকে দলে রাখা প্রসঙ্গে সৌরভ গাঙ্গুলি বলেছিলেন, ২০০৩ সালে ভারত অস্ট্রেলিয়া গিয়েছিল এবং সেখানে নির্বাচকরা স্পিনার হরভোজন শিং ও মুরলি কার্তিককে রাখতে বলেছিলেন। আমি চিন্তা করে দেখেছিলাম, অনিল কুম্বলে সে ট্যুরে যেতে না পারলে তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। আমি নির্বাচকদের বলেছিলাম, অনিল কুম্বলেকে দলে রাখতেই হবে। সে একজন অভিজ্ঞ খেলোয়াড়। দলকে জেতানোর অভিজ্ঞতা তার আছে।

মানুষের জীবনের গ্রাফ সবসময় একরকম থাকে না। কখনও কখনও খারাপ হয়। এখন কুম্বলের খারাপ সময় যাচ্ছে। যেহেতু তার যোগ্যতা আছে, দলে রাখা হলে সে তার যোগ্যতার প্রমাণ দিতে পারবে। নির্বাচকরা কোনোভাবেই তাকে নিতে চাইলেন না।

আমিও বললাম, যতক্ষণ তাকে দলে না নেওয়া হবে, আমি মিটিং ছেড়ে যাব না। অনেক তর্কাতর্কির পর নির্বাচকরা আমাকে বলেন, আচ্ছা, অনিল কুম্বলেকে দলে নিলাম। কিন্তু ভারত যদি খারাপ খেলে, তাহলে কুম্বলের আগে তোমার চাকরি যাবে। মাত্র একটা সুযোগ দেওয়ার কারণে কুম্বলে সে বছর ছিল বিশ্বের সবচেয়ে বেশি উইকেট শিকারি; পেয়েছিল ৭৫ উইকেট।

এখন বাংলাদেশের মানুষের একটাই প্রশ্ন। আর তা হচ্ছে, পোস্টারবয় খ্যাত মাহমুদউল্লাহকে সৌরভ গাঙ্গুলির মতো সাকিব আল হাসান কি দলে রাখতে পারতেন না? পারতেন না একটা সুযোগ দিতে? আর সেটা হয়তো ব্যাটে-বলে শতভাগ হয়ে বাংলাদেশকে বিজয়ী করে তুলত?

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ