ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

ব্যাটিংয়ে ঝড় তুলেছে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ সেপ্টেম্বর ১৭ ১৯:৪০:২৮
ব্যাটিংয়ে ঝড় তুলেছে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর

ইন্দোরে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি ২ ঘণ্টা ৩০ মিনিট পরে শুরু হয়। যার ফলে প্রতি দলের ব্যাটিং ইনিংস থেকে ৯ ওভার করে কমে যায়। ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ লিজেন্ডস।

ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ লিজেন্ডসের ওপেনাররা প্রথম দুই ওভারের মধ্যে আউট হয়ে ফেরেন। প্রথম ম্যাচের মতো এদিনও রানের খাতা খোলার আগে ফেরেন নাজিমউদ্দিন। অন্য ওপেনার মেহরাব হোসেন অপি করতে পারেন মোটে ১ রান।

তিনে নেমে ঝড়ের আভাস দেন আফতাব আহমেদ। তবে ৯ বলে ১টি করে চার-ছয়ে ১৩ রান করে বিদায় নেন তিনিও। ১৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ লিজেন্ডস। সেই পুরানো বাংলাদেশের চিত্র মনে হচ্ছিল তখন।

তবে ম্যাচের দৃশ্যপট বদলে দেন কাপালি এবং ধীমান। এই দুই ব্যাটসম্যান ৫২ বলে ৮৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। শুরুতে কিছুটা ধীর শুরু করলেও সময়ের সঙ্গে আক্রমণাত্মক হন দুইজনই। এরমধ্যে কাপালি ছিলেন বেশি আগ্রাসী।

২১ বলে ৩ চার ও ২ ছয়ে ৩৭ রানে অপরাজিত থাকেন তিনি। অন্য প্রান্তে ধীমান ৩২ বলে ৩ চার ও ১ ছয়ে করেন অপরাজিত ৪১ রান। কিউইদের পক্ষে কাইল মিলস ২ ওভারে ১১ রানের বিনিময়ে ২টি উইকেট শিকার করেন।

জিততে হলে ১১ ওভারে ৯৯ রান করতে হবে স্কট স্টাইরিস, রস টেলরদের।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ