ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

চাপে আমরা ভীত হয়ে বেসিকটাই ভুলে যাই : হাসান মাহমুদ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ সেপ্টেম্বর ১৭ ২১:৩৫:১৮
চাপে আমরা ভীত হয়ে বেসিকটাই ভুলে যাই : হাসান মাহমুদ

শনিবার সংবাদ মাধ্যমকে বলেন, “পেস বোলারদের ইনজুরি বন্ধুর মতো। আসে আবার চলে যায়। কাজ করার ওপর থাকতে হবে। বিশ্বকাপ দলে আছি, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো।”

জিম্বাবুয়ে সফরে টি-২০ খেলতে নেমে নিয়ন্ত্রিত বোলিংয়ে মুগ্ধ করেছিলেন হাসান। কিন্তু ইনজুরির কারণে এশিয়া কাপে ছিলেন না। হাসান জানান, জিম্বাবুয়ে সফরে ভালো করায় তিনি বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন।

হাসানের চ্যালেঞ্জ এখন বিশ্বকাপের জন্য পুরোপুরি প্রস্তুত হওয়া। নতুন বলে কিংবা স্লগে ভালো বোলিং করা। বেসিকের ওপর আত্মবিশ্বাসী হওয়া, “চাপে আমরা ভীত হয়ে পড়ি। বেসিক ভুলে যাই। ওইটা কাটিয়ে উঠতে হবে। চাপহীন থেকে বোলিং করলে যেটা বলবো ওটাই ইয়র্কার করতে পারবো।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ