ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

বদলি হিসেবে নেমে ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে ১৩ মিনিটে সর্বোচ্চ গোল দেয়ার নতুন বিশ্ব রেকর্ড গড়লেন সন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ সেপ্টেম্বর ১৮ ১৩:০০:৩৬
বদলি হিসেবে নেমে ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে ১৩ মিনিটে সর্বোচ্চ গোল দেয়ার নতুন বিশ্ব রেকর্ড গড়লেন সন

সেই বেঞ্চ থেকে মাঠে নেমে করলেন হ্যাটট্রিক, গড়লেন ইতিহাস। শনিবার রাতে ঘরের মাঠে লিস্টার সিটির বিপক্ষে ৬-২ গোলের বড় ব্যবধানে জিতেছে টটেনহ্যাম হটস্পার। যেখানে মাত্র ১৩ মিনিটের ব্যবধানে টটেনহ্যামের পক্ষে বেঞ্চ থেকে নেমে হ্যাটট্রিক করা প্রথম খেলোয়াড় হয়ে গেছেন সন।

গোলখরায় ভুগতে থাকা সনকে ছাড়াই খেলতে নেমেছিল হটস্পাররা। ম্যাচের ৫৯ মিনিটের সময় রিচার্লিসনকে উঠিয়ে মাঠে নামানো হয় সনকে। ততক্ষণে হ্যারি কেইন, এরিক ডায়ার ও রদ্রিগো বেনটাঙ্কুরের গোলে ৩-২ গোলে এগিয়ে ছিল টটেনহ্যাম। তবু ছিল না জয়ের নিশ্চয়তা।

সন মাঠে নামতেই বদলে যায় দৃশ্যপট। মাঠে নামার পর প্রথম গোলের জন্য ১৪ মিনিট অপেক্ষা করতে হয়েছে তাকে। এরপর পরের ১২ মিনিটে করেছেন আরও দুই গোল। আগের ছয় ম্যাচে গোলের দেখা না পাওয়া এ কোরিয়ান তারকা লিস্টারের জালে এক ম্যাচেই করলেন তিন গোল।

এরই সঙ্গে টটেনহ্যামের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে শুরুর একাদশে না থেকেও বেঞ্চ থেকে নেমে হ্যাটট্রিক করার অনন্য রেকর্ড গড়েন সন। তার এ হ্যাটট্রিকের ম্যাচ জিতে সাত ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে আর্সেনালকে তিন নম্বরে পাঠিয়ে দুইয়ে উঠে গেছে টটেনহ্যাম।

৬ বছর আগেই দল থেকে বাদ পড়েছিল মাহমুদুল্লাহ ‌কিন্তু আমি রেখেছিলাম : মাশরাফি২০১৬ সালে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের শ্রীলংকা সফর ছিল নানা নাটকীয়তায় ভরা। শ্রীলঙ্কার মাটিতে টেস্ট ম্যাচে জয়ের পর নানা প্রশংসায় ভাসছিল বাংলাদেশ। কিন্তু এই সফরে ওয়ানডে দল থেকে একপ্রকার বাদ দেয়া হয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদকে।

মূলত ওই সময় বাজে ফার্মের মধ্যে দিয়ে যাচ্ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের পাশে দাঁড়িয়ে ছিলেন সে সময় দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা। নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টের সাথে এক প্রকার চ্যালেঞ্জ দিয়ে মাহমুদুল্লাহকে দলে রেখেছিলেন মাশরাফি।

তবে মাশরাফিকে হতাশ করেননি মাহমুদুল্লাহ রিয়াদ। ওয়ানডে সিরিজের আগে শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ তুলে নেন হাফ সেঞ্চুরি। ৬৮ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন মাহমুদুল্লাহ রিয়াদ।

ওই প্রস্তুতি ম্যাচে তার ওই ৭১ রান বাঁচিয়ে দিয়েছিল তার ক্রিকেট ক্যারিয়ার এমনটাই জানিয়েছেন সে সময়ের দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সম্প্রতি দেশের একটি বেসরকারি টিভি “চ্যানেল টুয়েন্টিফোরকে” দেয়া এক সাক্ষাৎকারে মাশরাফি বলেন ৬ বছর আগে দল থেকে বাদ পড়ে গিয়েছিলেন তিনি।

মাশরাফি বিন মর্তুজা বলেন, “২০১৬ সালে শ্রীলঙ্কা ট্যুরে মাহমুদউল্লাহ রিয়াদকে ওয়ানডে দল থেকে বাদ দিয়ে দিয়েছিল। কিন্তু আমি রেখেছিলাম। আমি বলেছিলাম যে আমি দায়িত্ব নিয়ে বলেছি তাকে রাখতে হবে। তখন শর্ত ছিল প্র্যাকটিস ম্যাচে রান করতে হবে। রিয়াদ অর্ধশত তুলে নেয়”।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ