ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

লিটন দাস চারে মিলবে কি সমাধান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ সেপ্টেম্বর ১৮ ১৩:৫০:৩৯
লিটন দাস চারে মিলবে কি সমাধান

কিন্তু আসন্ন টি২০ বিশ্বকাপে লিটন দাসের ব্যাটিং পজিশন পরিবর্তন হতে পারে এমন কিছু আভাস পাওয়া গেছে। অভিজ্ঞ মাহমুদউল্লাহর ঘাটতি পুরনের জন্য লিটন দাস কে হয়তো ৪ নাম্বার পজিশনে দেখা যেতে পারে। ওপেনিং এ হয়তো সাব্বির মেহেদী মিরাজ থাকবেন। ব্যাকআপ ওপেনার হিসেবে নাজমুল হোসেন শান্ত কে বিবেচনা করা হচ্ছে।

তবে এখনে দেখার বিষয় হচ্ছে সাব্বির মিরাজ বা শান্ত কেওই নিয়মিত ওপেনার নয়। সাব্বির ৪-৫ নাম্বার এ ব্যাট করলেও মিরাজ তার ক্যারিয়ারের বেশিরভাগ ম্যাচই খেলেছেন ৮-৯ নাম্বারে। টি২০ তে ওপেনিং খুবই গুরুত্বপূর্ণ পজিশন। দলের বড় রান করা বা দলকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার ভিত টা ওপেনাররাই গড়ে দিয়ে যান। সেখানে নিয়মিত ওপেনার ছাড়া এই কাজটা তারা কতোটা ভালো করতে পারবেন?তাছাড়া ব্যাকআপ হিসেবে শান্ত কতোটাই বা কার্যকর হবেন এটা নিয়ে রয়েছে আলোচনা- সমালোচনা।

যেখানে লিটন ওপেনিং এ নিয়মিত রান করছেন। পাওয়ার প্লের ছয় ওভারে রান তোলার দিক থেকেও লিটন দাস সবার ছেয়ে এগিয়ে। এখন যাদের নাম এই পজিশনে আসছে তারা এখনো প্রমানিত নয়।

আবার লিটন যদি ৪ নাম্বারে খেলেন তাহলে ইয়াসির আলী রাব্বি কোথায় খেলবেন। ইয়াসির আলীকে অতিতে ৪-৫ নাম্বার এ ব্যাট করতে দেখা গেছে। যেখানে তিনি একটু সময় নিয়ে শেষের দিকে বড় শট খেলতে পারেন। এখন লিটন দাস যদি ওই পজিশনে খেলেন তাহলে ইয়াসির আলীকে ৭/৮ নাম্বারে খেলতে হবে। যেখানে সাধারণত বোলার বা অলরাউন্ডাররা খেলে থাকেন। বর্তমানে এই পজিশনে মোসাদ্দেক হোসেন কে খেলতে দেখা যাচ্ছে।

মোসাদ্দেক দলে থাকা মানে বাড়তি ৪ ওভার বোলিং তার কাছ থেকে পাওয়া যাবে। ব্যাট হাতেও যথেষ্ট ভালো করছেন তিনি। বল হতে জিম্বাবুয়েতে ম্যাচে ৫ উইকেটও আছে তার।

এই অবস্থায় তাকেও হয়তো দল থেকে বাদ দিতে চাইবে না টিম ম্যানেজমেন্ট। তাছাড়া ইয়াসির আলীকে নিচের দিকে খেলালে তিনি তার মেধা কতোটা দেখাতে পারবেন তা নিয়েও রয়েছে সন্দেহ। উপরের দিকের ব্যাটসম্যানরা ভালো করলে টি২০ তে এই পজিশনে ব্যাটংই করার সুযোগ হয় না বেশিরভাগ সময়েই।

তাই টিম ম্যানেজমেন্ট যদি লিটন দাস কে ওপেনিং এ রেখে ইয়াসির আলীকে চারে খেলায় তাহলে সহজেই মোসাদ্দেক হোসেন কে দলে রেখে একজন বাড়তি ব্যাটসম্যান খেলাতে পারে।

এখন দেখার বিষয় কোচ এবং টিম ম্যানেজমেন্ট কাকে কোন পজিশনে রেখে দলের ভারসাম্য বজায় রাখতে চান।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ