ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

বর্তমানে একজন নেতা মাশরাফির খুব দরকার বাংলাদেশের

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ সেপ্টেম্বর ১৮ ১৭:০৪:৫৭
বর্তমানে একজন নেতা মাশরাফির খুব দরকার বাংলাদেশের

অধিনায়কত্ব পাওয়ার পরই জিম্বাবুয়ে কে ঘরের মাঠে হারিয়ে সিরিজ জেতে বাংলাদেশ। ২০১৫ বিশ্বকাপ বাংলাদেশ তাদের সর্বোচ্চ সাফল্য পায়। ইংল্যান্ডের মতো দলকে হারিয়ে সুপার এইটে খেলার গৌরব অর্জন করে। ভারতের বিপক্ষে বিতর্কিত সেই ম্যাচ টা না হারলে হয়তো আরও অনেক দুর যেতে পারতো সেই বিশ্বকাপে দারুন ছন্দে থাকা বাংলাদেশ।

বিশ্বকাপ পরবর্তী সময়টা বাংলাদেশের জন্য ছিলো আরও বেশি সাফল্যের।শক্তিশালী ভারত কে পর পর দুই ম্যাচে হারিয়ে সিরিজ জেতা বা সাউথ আফ্রিকা কে হারানো অথবা পাকিস্তান কে হোয়াইট ওয়াস করা সবই এসেছে মাশরাফির হাত ধরেই।

২০১৬ এবং ২০১৮ সালের এশিয়া কাপেও ফাইনাল খেলে বাংলাদেশ। খারাপ সময়ে নাসির সাব্বির রুবেল লিটন দাস কে আগলে রেখেছেন নিজের মতো করেই। লিটন এখন সময়ের সেরা একজন ব্যাটসম্যান শুধু মাশরাফির কারনেই। এসব কারনে তাকে অনেক সমালোচনা শুনতে হয়েছে।

২০১৮ এশিয়া কাপে লিটন কে সাহস যোগানোর সেই দৃশ্য এখনো ভোলেনি এই দেশের ক্রিকেট প্রেমিরা। ২০১৫-২০২০ সাল পর্যন্ত বাংলাদেশ ওয়ানডেতে বিশ্বের অন্যতম সফল দল হিসেবে নিজেদেরকে তুলে ধরতে সক্ষম হয়। ওই সময়ে টি২০তেও কমবেশি সাফল্য আসছিলো। টেস্ট ঘরের মাঠে ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে হারিয়ে এই ফরম্যাটেও আশার জাগিয়েছিল।

দল হিসেবে খেলাই ছিলো ওই সময়ের সাফল্যের রহস্য। এক জনের উপর নির্ভরশীল না থেকে নিজ নিজ জায়গা থেকে পারফর্ম করেছেন। নেতা হিসেবে মাশরাফি এটা বের করে আনতে পেরেছেন।

তার আপসহীন মানুষিকতার জন্যই সাফল্য এসেছে নিয়মিতভাবে। প্রতিভা বাছাইয়ে তিনি যথেষ্ট সফল ছিলেন। মুস্তাফিজ লিটন সৌম্য তার সময়েই উঠে এসেছে। শুধু জাতীয় দল নয় একই সময়ে বিপিএলেও তিনি ছিলেন সমান সফল।

কিন্তু মাশরাফি অধিনায়কত্ব ছাড়ার পর থেকেই দলটাকে কেমন খাপছাড়া লাগছে। টি২০ তে জয় পেতে ধুকছে। ওয়ানডেতে কিছুটা সফল হলেও সব শেষ জিম্বাবুয়ে তে সিরিজ হেরেছে। সবশেষ দুই এশিয়া কাপের পারফরম্যান্স তো আরও লাজুক। তাই সবাই মনে করে হয়তো এই অবস্থার উন্নতির জন্য মাশরাফি মর্তুজার মতো কারিশম্যাটিক একজন অধিনায়ক খুব দরকার।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ