ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

এক সাথে অবসর ঘোষণা করলেন দেশের দুই তারকা পেসার রুবেল ও শফিউল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ সেপ্টেম্বর ১৮ ২১:৫৫:২০
এক সাথে অবসর ঘোষণা করলেন দেশের দুই তারকা পেসার রুবেল ও শফিউল

দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল থেকে বাইরে রয়েছেন রুবেল হোসেন এবং শফিউল ইসলাম। ২০০৯ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় রুবেল হোসেনের। সর্বশেষ ২০২০ সালের পাকিস্তান সফরে জাতীয় দলের জার্সি গায়ে টেস্ট ম্যাচ খেলেছেন রুবেল।

এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে ২৭ টি টেস্ট ম্যাচ খেলেছেন রুবেল হোসেন। এরমধ্যে তিনি উইকেটে তুলে নিয়েছেন ৩৬ টি। তবে টি-টোয়েন্টি এবং ওয়ানডে ক্রিকেট খেলা চালিয়ে যাবেন তিনি।

নিজের সিদ্ধান্ত এরই মধ্যে বিসিবিকে জানিয়েছেন রুবেল। “আমি নিজেকে টেস্ট ক্রিকেটে আর বিবেচেনা করছি না। এজন্য প্রথম শ্রেণির ক্রিকেট খেলার কোনও মানে নেই। আমার পরিবর্তে নতুন একজন পেসার সুযোগ পেলে তার ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার সম্ভাবনা থাকবে।”

রুবেল হোসেনের পর প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আরেক ফাস্ট বোলার শফিউল ইসলাম। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৬২ ম্যাচ খেলেছেন শফিউল। উইকেট তুলে নিয়েছেন ১৬৪ টি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ